সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে
  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

আমি সব সময় বাংলাদেশকে নিয়ে ভাবি: ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৮:১৫

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বলেছেন, তিনি সব সময় বাংলাদেশের কথা স্মরণ করেন এবং চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের নয়াদিল্লিতে তাঁর আবাসস্থলে গতকাল রোববার (৯ জুন) সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন আমার বাড়ি থেকে জিমে যাওয়ার পথে পড়ে। এটি আমাকে সর্বদা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি সব সময় বাংলাদেশকে নিয়ে ভাবি।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশের বর্তমান পররাষ্ট্রসচিব বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ছিলেন।

দাশো শেরিং তোবগে আরও বলেন, তাঁর পররাষ্ট্রসচিব সব সময় কীভাবে তাঁরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ফলপ্রসূ করতে পারেন এবং কীভাবে আরও অর্থবহ উপায়ে ভুটানের জন্য বাংলাদেশের সহায়তা ব্যবহার করতে পারেন, তা নিয়ে চিন্তা করেন।

ভুটানের রাজা ও তাঁর পরিবারের সদস্যদের সাম্প্রতিক সফরে তাঁর প্রতি ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার বাংলাদেশের আকাঙ্ক্ষায় তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে পারিবারিক বন্ধন তৈরিতে বাংলাদেশের ইচ্ছায় আমরা উদ্বুদ্ধ হয়েছি।’

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান; বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া; সিনিয়র পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যরা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

ভুটানের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী চন্দ্র বাহাদুর গুরুং, স্বরাষ্ট্রমন্ত্রী শেরিং, ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি নামগিয়েল, মন্ত্রিপরিষদ সচিব কেসাংডেকি এবং পররাষ্ট্রসচিব পেমা চোডেন ভুটানের পক্ষে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর