শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

রোনালদো-মদরিচের পুনর্মিলনের মূল্য ‘হাজার গোলের সমান’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৬:০৬

ইউরোর আগে প্রীতি ম্যাচে নিজেদের প্রস্তুতি সারছে দলগুলো। সে ধারাবাহিকতায় পর্তুগালের স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। তবে দুই দলের লড়াই ছাপিয়ে সবার চোখ ছিল এক সময়ের দুই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচের পুনর্মিলনের দিকে।

ম্যাচ শেষে দুজনের একে অপরকে জড়িয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। মাঠে অবশ্য একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি তাঁদের। বেঞ্চে থাকা রোনালদো যে মাঠেই নামেননি। রোনালদোহীন পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়া এদিন ম্যাচ জিতেছে ২-১ গোলে।

ক্রোয়াটদের জয়ে গোল করেছেন মদরিচ। তাঁর পেনাল্টি গোলেই ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর পর্তুগালকে সমতায় ফেরান দিয়েগো জোতা। তবে ৫৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

ম্যাচ শেষে এদিন একসঙ্গে দেখা যায় রোনালদো ও মদরিচকে। রিয়াল মাদ্রিদে লম্বা সময় একসঙ্গে খেলেছেন তাঁরা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক ট্রফিও জিতেছেন তাঁরা। এমনকি রিয়ালের হয়ে দুজনই জিতেছেন ব্যালন ডি’অর। এই দুই তারকার পুনর্মিলন ভক্ত-সমর্থকদেরও উপহার দিয়েছে দারুণ একটি মুহূর্ত।

দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফাব্রিজিও রোমানো তাঁর এক্স অ্যাকাউন্টে দুজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচের শেষে লুকা মদরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশেষ মুহূর্ত। কিংবদন্তি।’

অন্য এক এক ভক্ত মদরিচ-রোনালদোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘এককথাই আইকনিক। এই ছবির মূল্য হাজারটি গোলের সমান।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘তাঁরা একে অপরের সঙ্গে কী কথা বলছেন? তাঁরা কি পুরোনো দিনের স্মৃতিচারণা করছেন?’

একই রাতে অন্য প্রীতি ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে স্পেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে অবশ্য গোল খেয়ে পিছিয়েই পড়েছিল স্পেন। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্প্যানিশরা।

৩৫ মিনিটের মধ্যেই ৪-১ গোলের লিড নেয় দে লা ফুয়েন্তের দল। পেদ্রি করেন জোড়া গোল। অন্য গোল দুটি আসে আলভারো মোরাতা এবং ফ্যাবিয়ান রুইজের কাছ থেকে। আর বিরতির পর মিকেল অয়ারজাবাল করেন স্পেনের হয়ে পঞ্চম গোলটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর