সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে
  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

কোপা আমেরিকায় পেলে–নেইমারদের ১০ নম্বর উঠছে রদ্রিগোর পিঠে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৫:১৯

পেলে, রিভেলিনো, জিকো, রাই, রিভালদো, রোনালদিনিও, কাকা, নেইমার—ব্রাজিলের বর্ণাঢ্য ফুটবল ইতিহাসের গল্প শোনাতে বসলে এই নামগুলো অবধারিতভাবেই আসবে। তবে ব্রাজিলের কিংবদন্তি হওয়ার পাশাপাশি এই নামগুলোর মধ্যে আরও একটি মিল আছে।

এঁরা সবাই বিভিন্ন সময় ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। যে তালিকায় এবার যুক্ত হচ্ছেন রদ্রিগোও। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলবেন।

ফুটবলে ১০ নম্বর জার্সির মর্যাদা বরাবরই আলাদা। পেলে–ম্যারাডোনাসহ অনেক কিংবদন্তি ফুটবলার এই জার্সি পরে খেলে অসামান্য সাফল্য পেয়েছেন। সৃষ্টিশীলতা, গতিময়তা এবং আক্রমণ—এসবের সঙ্গেও দারুণ সংযুক্তি আছে এই জার্সির।

তাই কোন দলে কারা এই জার্সি পরে খেলছেন, সেদিকেও দৃষ্টি থাকে ভক্ত–সমর্থকদের। ব্রাজিলে লম্বা সময় ধরে এই জার্সি দখলে ছিল নেইমারের। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। যে কারণে কোপা আমেরিকায় আইকনিক এই জার্সির মর্যাদার ভার বইতে হবে রদ্রিগোকে।

১০ নম্বর জার্সি পরে রদ্রিগো অবশ্য আগেও খেলেছেন। নেইমারের অবর্তমানে বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচে এই জার্সি উঠেছিল রদ্রিগোর পিঠে। কিন্তু কোপার মতো বড় টুর্নামেন্টে এই প্রথম ১০ নম্বর জার্সি পরে খেলবেন রদ্রিগো। এর আগে রদ্রিগো বলেছিলেন, নেইমার নিজেও নাকি চান তাঁর অবসরের পর ১০ নম্বর জার্সিটা রদ্রিগোই পরুন। কে জানে, নেইমারের অবসরের আগেই সে ধারা শুরু হয়ে গেল কি না!

রদ্রিগোর ১০ নম্বর ছাড়া অন্য জার্সিগুলোর মধ্যে ৭ নম্বর জার্সি পরে খেলবেন ভিনিসিয়ুস জুনিয়র। এ ছাড়া অন্যদের মধ্যে ১১ নম্বর জার্সি পরে রাফিনিয়া এবং ৯ নম্বর জার্সি পরে খেলবেন এনদ্রিক। গোলকিপারের ১ নম্বর জার্সি থাকছে আলিসনের পিঠেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর