রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

জয়ের ব্যবধানে রাহুলের কাছে হারলেন মোদি!

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৪:০৭

ভারতের লোকসভা নির্বাচনে ভোটপ্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই নেতা উত্তর প্রদেশে লড়েছেন। নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন। তবে মোদির চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী।

গতকাল মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, উত্তর প্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদি ৫ লাখ ৬০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাইয়ের চেয়ে ১ লাখ ৫২ হাজার ৫১৩ ভোট বেশি পেয়েছেন তিনি।

বারাণসীতে এবার মোদির ভোট কমেছে ৯ শতাংশের বেশি। তিনি এবার পেয়েছেন ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট, যা মোট প্রাপ্ত ভোটের ৫৪.২৪ শতাংশ। অন্যদিকে অজয় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট বা ৪০.৭৪ শতাংশ। ২০১৯ সালে মোদি পেয়েছিলেন ৬৩.৬২ শতাংশ ভোট।

এর আগে, ২০১৪ সালের নির্বাচনে মোদি আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে ৪ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর ২০১৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয়ে ৪ লাখ ৮০ হাজারেরও বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি মাত্র দেড় লাখ ভোট বেশি পেয়েছেন।

অন্যদিকে, একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুল গান্ধী বড় জয় পেয়েছে। আসনটিতে প্রায় ৪ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ২৬১ ভোট। অন্যদিকে মোদির সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৬৪৬ ভোট।

এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদেও বড় জয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্যানুসারে, গান্ধী পরিবারের এ সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাড়ে ৩ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

সেখানে রাহুল পেয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর