রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

বাঘায় হঠাৎ ঝড়ে দুজনের মৃত্যু, ভোটের আনন্দের বদলে বিষাদ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৩:৩৭

রাজশাহীর বাঘা উপজেলার চকবাউশা গ্রামে গতকাল মঙ্গলবার (৪ জুন) রাতে ঝড়ে গাছচাপায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় চকবাউশা গ্রামের মানুষ শোকাহত। ফলে আজ বুধবার (৫ জুন) সকালে শুরু হওয়া বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে ওই গ্রামে ভোটের উৎসবের বদলে এখন মাতম চলছে।

মারা যাওয়া দুজন হলেন সার ও কীটনাশক ব্যবসায়ী জালাল উদ্দিন এবং গ্রামের পাওয়ারটিলার-চালক জাকিরুল ইসলাম। আজ সকাল (৫ জুন) ৯টায় জাকিরুল ইসলামের জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। পরে গ্রামের লুৎফর রহমানের আমবাগানে সকাল সোয়া ১০টায় জালাল উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বেশির ভাগ মানুষ ভোটকেন্দ্রমুখী না হয়ে জানাজা ও দাফন নিয়ে ব্যস্ত ছিলেন। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকায় ভোটের উৎসব যেন বিষাদে পরিণত হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে গ্রামের কৃষক মো. সেন্টুর অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য ব্যক্তিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। আজ সকালে আমবাগানে গিয়ে দেখা যায়, জানাজায় গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। গ্রামের নারীরা রাস্তার ওপর জড়ো হয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে তাঁরা শুধু আহাজারি করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল (৪ জুন) রাত আটটার দিকে চকবাউশা গ্রামে ঝড় শুরু হয়। আধা ঘণ্টার ঝড়ে চকবাউশা গ্রামের রাজার মোড়ের পাকুড়গাছ উপড়ে কয়েকজন চাপা পড়েন। খবর পেয়ে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন। দিবাগত রাত দুইটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আজ (৫ জুন) সকাল সাড়ে ১০টায় চকবাউশা গ্রামের গিয়ে দেখা যায়, গ্রামবাসী গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছেন। গ্রামের বাসিন্দা লালন উদ্দিন বলেন, সারা রাত গ্রামের মানুষের ঘুম নেই। রাত থেকেই গাছ সরানোর চেষ্টা চলছে। আজ (৫ জুন) সকালে ভোট দিতে যাওয়া বাদ দিয়ে গ্রামের মানুষ লাশের দাফন-কাফন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

এদিকে আজ সকাল আটটায় গ্রামের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে কেন্দ্রে গিয়ে দেখা যায়, চকবাউশা গ্রামের ভোটারদের ভোটকক্ষে তেমন ভোটার দেখা যায়নি। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, দুজন মানুষকে দাফন শেষে গ্রামের লোকজন হয়তো ভোট দিতে আসবেন। আশা করছেন, দুপুর ১২টার পর তাঁরা ভোটকেন্দ্রে আসতে শুরু করবেন।

বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন প্রথমে ধরে নিয়েছিলেন, গাছের চাপায় তিনজন মারা গেছেন। এ ঘটনায় দুজন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর