মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
  • হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • ক্ষেপণাস্ত্র হামলায় বিকল মার্কিন রণতরী
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার আহ্বান
  • ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে

ইসরায়েলি বাহিনীর গুলিতে মিসরীয় গার্ড নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:২৫

মিসর এবং গাজার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে গুলির ঘটনায় মিসরীয় নিরাপত্তা বাহিনীর এক গার্ড নিহত হয়েছেন। মিসরের সামরিক মুখপাত্র সোমবার (২৭ মে) এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। তিনি আরো জানান, এ ঘটনার তদন্ত চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মিসরীয় সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঘটনাটি পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং মিসরীয়দের সঙ্গে আলোচনা চলছে।’ এরপর সোমবার (২৭ মে) মিসর সতর্ক করে বলেছে, এ ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। একটি সূত্র মিসরের রাষ্ট্র-সম্পর্কিত আল-কাহেরা নিউজকে এ তথ্য জানিয়েছে।

এদিকে দুটি মিসরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ওয়াচটাওয়ারে অবস্থানরত মিসরীয় সেনা ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সাঁজোয়া যানকে সীমান্তের কাছে সীমানা রেখা অতিক্রম করতে দেখে, তখন ইসরায়েলি সেনারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে তাড়া করেছিল এবং হত্যা করেছিল।

তখন সেনারা গুলি চালালে ইসরায়েলি বাহিনী পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে ঘটনাস্থলে একজন নিহত হন বলে ওই সূত্র জানায়। এ ছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও একজন মিসরীয়ও আহত হয়েছে।

ইসরায়েল এই মাসের শুরুর দিকে সীমান্তের গাজা পাশ থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এলাকাটিতে সামরিক অভিযান জোরদার করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর