শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল
  • রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ
  • মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে
  • সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
  • ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ
  • ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার

খুলনায় নাগালের বাইরে মাছের রাজা ইলিশ!

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১১:৫৫

খুলনার বাজারে ইলিশের আকাল চলছে। রসনার স্বাদ মেটাতে পারছে না এই মাছের রাজা।

 

বড় সাইজের মাছ একেবারে দুষ্প্রাপ্য। মাঝারি ও ছোট যা পাওয়া যাচ্ছে তার দাম লাগামছাড়া। অনেক ক্রেতা বেশি দাম দেখে ফিরে যাচ্ছে।

মাঝেমধ্যে কিছু ইলিশের দেখা পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। এছাড়াও বাজারে অন্যান্য মাছের দামও বেশি। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ইলিশ মাছ ক্রয় না করেই বাড়ি ফিরতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

 

ময়লাপোতা এলাকার হেলাল হোসেন নামের এক ক্রেতা বলেন, বাজারে ইলিশের তেমন একটা দেখা মিলছে না। যা মিলছে তার দাম সীমাহীন। যে কারণে এবার এখনও ইলিশের স্বাদ নিতে পারিনি। 

 

টুটপাড়া এলাকার শাওন নামের এক ক্রেতা বলেন, কোরবানির পর ভেবেছিলাম ইলিশের দাম কম থাকবে। কিন্তু রূপসা কে সি সি বাজারে গিয়ে দেখি ছোট সাইজের ইলিশ দেড় হাজার টাকা দাম। তাই মাছ না কিনে ফিরে এসেছি।

 

খুলনার ৫ নম্বর ঘাট ও কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তে ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয়। কিন্তু মাছের সরবরাহ কম থাকায় এখন বাজারে অনেকটা সুনশান নীরবতা। দূরদূরান্তের পাইকাররা এসে কাঙ্খিত মাছ পাচ্ছেন না।

 

আড়তদাররা বলছেন, মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। সাগর ও সুন্দরবনে ইলিশ ধরা বন্ধ। নদীতে ইলিশ মিলছে না। তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। বড় আকারের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত।

 

মঙ্গলবার (৪ জুলাই) সকালে কেসিসি রূপসা মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বলেন, আধা কেজি ওজনের ইলিশ পাইকারিতে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০০-৭০০ গ্রামের কেজি ২ হাজার টাকা। ৭০০-৮০০ গ্রামের মাছের কেজি বিক্রি হচ্ছে ২১০০-২২০০। ১ কেজি ১০০-২০০ গ্রাম সাইজের মাছ ২৩০০-২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মাছ গত বছর এ সময় এর অর্ধেক দাম ছিল।

 

তিনি আরও বলেন, গভীর সমুদ্রে মাছ ধরা নিষেধ হওয়ায় মাছের সরবরাহ কম। এছাড়া নদীতে মাছ কম ধরা পড়ছে। ইলিশ মাছের এ রকম দাম আমি আগে কখনও দেখিনি।

 

ময়লাপোতা কে সি সি সন্ধ্যা বাজারের খুচরা ইলিশ বিক্রেতা ইমদাদুল বলেন, ইলিশের দাম স্মরণকালের সবচেয়ে বেশি। সরবরাহ কম যে কারণে দাম বেশি।

 

কেসিসি রূপসা সাদা মাছ আড়তদার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জন্টু বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকায় ইলিশ মাছের আকাল চলছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ-নদীতেও মাছ ধরা নিষেধ থাকায় খুলনাঞ্চলের বাজারে ইলিশের সরবরাহ কম। যে কারণে দাম আকাশছোঁয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর