রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
  • চুক্তিতে খাদ্য সচিব হলেন ইলাহী দাদ খান
  • সুপারশপে আজ থেকে পলিথিন ব্যাগ বন্ধ
  • ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

খুলনায় নাগালের বাইরে মাছের রাজা ইলিশ!

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১১:৫৫

খুলনার বাজারে ইলিশের আকাল চলছে। রসনার স্বাদ মেটাতে পারছে না এই মাছের রাজা।

 

বড় সাইজের মাছ একেবারে দুষ্প্রাপ্য। মাঝারি ও ছোট যা পাওয়া যাচ্ছে তার দাম লাগামছাড়া। অনেক ক্রেতা বেশি দাম দেখে ফিরে যাচ্ছে।

মাঝেমধ্যে কিছু ইলিশের দেখা পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। এছাড়াও বাজারে অন্যান্য মাছের দামও বেশি। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ইলিশ মাছ ক্রয় না করেই বাড়ি ফিরতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

 

ময়লাপোতা এলাকার হেলাল হোসেন নামের এক ক্রেতা বলেন, বাজারে ইলিশের তেমন একটা দেখা মিলছে না। যা মিলছে তার দাম সীমাহীন। যে কারণে এবার এখনও ইলিশের স্বাদ নিতে পারিনি। 

 

টুটপাড়া এলাকার শাওন নামের এক ক্রেতা বলেন, কোরবানির পর ভেবেছিলাম ইলিশের দাম কম থাকবে। কিন্তু রূপসা কে সি সি বাজারে গিয়ে দেখি ছোট সাইজের ইলিশ দেড় হাজার টাকা দাম। তাই মাছ না কিনে ফিরে এসেছি।

 

খুলনার ৫ নম্বর ঘাট ও কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তে ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয়। কিন্তু মাছের সরবরাহ কম থাকায় এখন বাজারে অনেকটা সুনশান নীরবতা। দূরদূরান্তের পাইকাররা এসে কাঙ্খিত মাছ পাচ্ছেন না।

 

আড়তদাররা বলছেন, মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। সাগর ও সুন্দরবনে ইলিশ ধরা বন্ধ। নদীতে ইলিশ মিলছে না। তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। বড় আকারের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত।

 

মঙ্গলবার (৪ জুলাই) সকালে কেসিসি রূপসা মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বলেন, আধা কেজি ওজনের ইলিশ পাইকারিতে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০০-৭০০ গ্রামের কেজি ২ হাজার টাকা। ৭০০-৮০০ গ্রামের মাছের কেজি বিক্রি হচ্ছে ২১০০-২২০০। ১ কেজি ১০০-২০০ গ্রাম সাইজের মাছ ২৩০০-২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মাছ গত বছর এ সময় এর অর্ধেক দাম ছিল।

 

তিনি আরও বলেন, গভীর সমুদ্রে মাছ ধরা নিষেধ হওয়ায় মাছের সরবরাহ কম। এছাড়া নদীতে মাছ কম ধরা পড়ছে। ইলিশ মাছের এ রকম দাম আমি আগে কখনও দেখিনি।

 

ময়লাপোতা কে সি সি সন্ধ্যা বাজারের খুচরা ইলিশ বিক্রেতা ইমদাদুল বলেন, ইলিশের দাম স্মরণকালের সবচেয়ে বেশি। সরবরাহ কম যে কারণে দাম বেশি।

 

কেসিসি রূপসা সাদা মাছ আড়তদার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জন্টু বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকায় ইলিশ মাছের আকাল চলছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ-নদীতেও মাছ ধরা নিষেধ থাকায় খুলনাঞ্চলের বাজারে ইলিশের সরবরাহ কম। যে কারণে দাম আকাশছোঁয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর