রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

ইরানি প্রেসিডেন্টের মৃত্যু আর সৌদি বাদশাহর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে বেড়েছে তেলের দাম

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১২:২২

সোমবার (২০ মে) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কিছুটা বেড়েছে। ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এবং সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ বাদশাহর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জাপান সফর বাতিল করার পর তেলের দাম বেড়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩২ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। মে মাসের ১০ তারিখের পর এটাই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ১১ ডলারে উঠেছে। এর আগে ১ মে এই তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮০ দশমিক ২৩ ডলার।

গতকাল (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। ফেরার পথে এক পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এখন নিশ্চিত করা হয়েছে যে ইরানি প্রেসিডেন্ট মারা গেছেন।

অন্যদিকে, আজ সোমবার (২০ মে) জাপান সফরে যাওয়ার কথা ছিল সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। কিন্তু বাদশাহ সালমানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় যুবরাজ তাঁর সফর বাতিল করেছেন। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াসি এ কথা জানান।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গতকাল (১৯ মে) রোববার জানিয়েছে, ৮৮ বছর বয়সী বাদশাহর ফুসফুস সংক্রমিত হয়েছে; তাঁর চিকিৎসা চলছে।

এ পরিস্থিতিতে বাজার বিশ্লেষকেরা বলছেন, এ অবস্থায় তেলের বাজারে এমনিতেই যে অনিশ্চয়তা আছে, তা আরও ঘনীভূত হবে।

বিশ্লেষকেরা বলছেন, ডব্লিউটিআই ক্রুডের দাম ২০০ দিনের গড় দাম ৮০ দশমিক শূন্য ২ ডলার অতিক্রম করেছে; এখন তা ৮৩ দশমিক ৫০ ডলারে উঠে যেতে পারে।

গবেষণাপ্রতিষ্ঠান আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সিকামোর রয়টার্সকে বলেন, ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। শুধু ইরানি প্রেসিডেন্টের দুর্ঘটনা ও সৌদি বাদশাহর স্বাস্থ্যগত কারণে নয়, চীন আবাসন খাতকে টেনে তুলতে গত সপ্তাহে যে প্রণোদনা ঘোষণা করেছে, তার প্রভাবে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে পারে। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক। এই দেশের চাহিদার ওপর বিশ্ববাজারে তেলের দাম অনেকাংশে নির্ভর করে।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বাড়ে। গত তিন সপ্তাহের মধ্যে এই প্রথম সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের বাজারের ইতিবাচক খবরের জেরে ডব্লিউটিআই ক্রুডের দাম গত সপ্তাহে দুই শতাংশ বেড়েছে। আজ নতুন সপ্তাহের শুরুর দিন সেই ধারা আরও বেগবান হয়েছে।

মধ্যপ্রাচ্যে নানা উত্তেজনা সত্ত্বেও তেলের দাম সামান্যই বেড়েছে। তেলের দাম প্রায়ই বাড়ছে-কমছে, যদিও এই হ্রাস-বৃদ্ধি নির্দিষ্ট সীমার মধ্যেই আছে। এর অর্থ হলো, বাজার স্থিতিশীল আছে।

আগামী ১ জুন ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠক হবে। তেলের উৎপাদনের বিষয়ে উৎপাদকেরা কী সিদ্ধান্ত নেয়, তা দেখার জন্য বিশ্লেষকেরা এখন সেই বৈঠকের দিকে তাকিয়ে আছেন। ওপেকের সমন্বয় করার সক্ষমতা থাকায় ভূরাজনৈতিক উত্তেজনা যতই থাক না কেন, তেলের বাজার অস্থিতিশীল হচ্ছে না। বিশ্লেষকেরা মনে করছেন, সৌদি বাদশাহর স্বাস্থ্যগত সংকট থাকলেও তেলের বাজারে দেশটির নেতৃত্বস্থানীয় ভূমিকায় ধারাবাহিকতা থাকবে।

সম্প্রতি তেলের দাম পড়ে যাওয়ার সুযোগে বিপুল পরিমাণ তেল কিনে কৌশলগত মজুত ভরিয়ে ফেলেছে মার্কিন সরকার। দেশটিতে মূল্যস্ফীতির হার এপ্রিল মাসে কিছুটা কমেছে; ফলে আবারও নীতি সুদহার হ্রাসের আশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। নীতি সুদহার কমবে—এমন আশাবাদের কারণে ডলারে বিনিময় হার কমতে পারে; এতে তেল আমদানিকারী দেশগুলোর সুবিধা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর