মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
  • হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • ক্ষেপণাস্ত্র হামলায় বিকল মার্কিন রণতরী
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার আহ্বান
  • ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে

মেসি নেই, মায়ামির জয়ও নেই

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১১:৩৯

জয়কে অনেকটা অভ্যাস বানিয়ে ফেলেছিল ইন্টার মায়ামি। লিগে জিতেছিল টানা ৫ ম্যাচ। কিন্তু আজ অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। এ ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি।

সর্বশেষ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন আর্জেন্টাইন তারকা। মায়ামির জেতা ৫ ম্যাচেই খেলেছিলেন মেসি। জয়েও রেখেছিলেন বড় ভূমিকা।

মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে পুরোটা সময়ই খেলেছেন মেসি। তবে হালকা চোট পান প্রথমার্ধের ৪৩তম মিনিটে, মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল মেসিকে ফাউল করেন। তখন প্রাথমিক চিকিৎসা নিতে হয় মেসিকে। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছিল, মেসির চোট ততটা গুরুতর নয়। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে তাঁকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয় ক্লাবটি। আজ জিততে না পারলেও লিগে টানা ৮ ম্যাচ অপরাজিত মায়ামি।

লিগে চলতি মৌসুমে ১১টি গোল করেছেন লুইস সুয়ারেজ, যা যৌথভাবে সর্বোচ্চ। মেসি না থাকলেও সুয়ারেজ আজ শুরু থেকেই খেলেছেন। ম্যাচের শুরুতে গোলের সুযোগও পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। ম্যাচের ১০ মিনিটের মধ্যে আরও একটি বড় সুযোগ নষ্ট করে মায়ামি। এবার গোল করতে ব্যর্থ হন রবার্ট টেলর। সুয়ারেজ-টেলরদের নিশ্চুপ থাকার দিনে প্রতিপক্ষের মাঠে মায়ামির হার এড়িয়েছেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার।

৩২তম মিনিটে অরল্যান্ডো সিটির আর্জেন্টাইন উইঙ্গার মার্টিন ওজেডার কাছ থেকে নেওয়া বা পায়ের জোরালো শট রুখে দেন ক্যালেন্ডার। এক মিনিট পরে ফরোয়ার্ড লুইস মুরিয়েলের আরেকটি শট ঠেকান ক্যালেন্ডার। দ্বিতীয়ার্ধেও গোল করার কাছাকাছি ছিল অরল্যান্ডো সিটি। তবে পার্থক্য হয়ে থাকেন সেই ক্যালেন্ডারই। তবে ৫২তম মিনিটে ডেভিড ব্রিকালোর হেড ঠেকিয়ে দেন তিনি।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। দুই নম্বরে আছে সিনসিনাটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৭।

ম্যাচের ফল ছাপিয়ে মায়ামির দুশ্চিন্তার কারণ হতে পারে মেসির এমন ঘনঘন চোট পাওয়া। চলতি মৌসুমেই এর আগে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। সব মিলিয়ে লিগে মায়ামি তাঁকে ছাড়া খেলেছে ৫ ম্যাচে। সামনেই কোপা আমেরিকা থাকায় মেসির চোট নিয়ে আর্জেন্টাইন সমর্থকেরাও উদ্বিগ্ন হতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর