প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১১:৫৩
পেরুতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (১৪ মে) সকালে লিমা থেকে আয়াকুচো শহরের যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে। ভাঙাচোরা রাস্তায় দ্রুত গাড়ি চালানোসহ বেশ কিছু কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।
আয়াকুচোর কর্মকর্তা উইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ইতিমধ্যে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। আরো তিনটি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। শিলাবৃষ্টিসহ খারাপ আবহওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে। সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
দেশটিতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট ৩,১৩৮ জন নিহত হয়েছ।
মন্তব্য করুন: