মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন
  • চরম দরিদ্র ও গরিবের শ্রেণিবিভাজন
  • বিশ্ব ধরিত্রী দিবস আজ
  • ভারতীয় নারীদের মার্শাল আর্টে ফিরিয়ে আনছেন ‘মীনাক্ষী আম্মা’
  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
  • সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
  • হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • ক্ষেপণাস্ত্র হামলায় বিকল মার্কিন রণতরী
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১৬:১৮

শরীরের ডান পাশের মাংস পেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। আর তাতে বাংলাদেশ দলের এই পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাই পড়ে গেছে শঙ্কার মধ্যে। সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এটা নিশ্চিত- মাসে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। তাঁর বিকল্প হিসেবে এই সিরিজের জন্য ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।

বিশ্বকাপের উদ্দেশে ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের হয়ে দেশ ছাড়বে। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, তার আগে তাসকিনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। কাজেই এই সিরিজে তাঁর খেলা হবে না নিশ্চিত।

তবে তাসকিন দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন, সেখানে তাঁর চিকিৎসা চলবে। তাঁর জায়গায় যুক্তরাষ্ট্র সিরিজের জন্য বাংলাদেশ দলের ভাবনায় আছে হাসান মাহমুদের নাম। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে হাসানের সঙ্গে কথা বলে তাঁকে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন বলে জানা গেছে।

শুধু হাসান নয়, যুক্তরাষ্ট্র সিরিজের জন্য বাড়তি দুই-তিনজন ক্রিকেটারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে নির্বাচক কমিটির একটু সূত্র জানিয়েছে, তাসকিন যেহেতু চোটে পড়েছে, স্বাভাবিকভাবেই তাঁকে যুক্তরাষ্ট্র সিরিজের জন্য ভাবা হচ্ছে না। বাকি যারা যাবে তাদের সুযোগ দিয়ে দেখা হবে।

তবে বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনকে দলে পেতে অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। দলের সঙ্গে থেকে তত দিনে যদি চোট পুরোপুরি কাটিয়ে ওঠেন তাসকিন, তাহলে বিশ্বকাপ দলে থেকে যাবেন তিনি। নয়তো ফিরে আসবেন দেশে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর