শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ
  • আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

জুনেই পাঁচ মাসের দ্বিগুণ ডেঙ্গু রোগী শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ জুলাই ২০২৩, ১৩:১৬

ঢাকা শিশু হাসপাতাল

শিশু হাসপাতালে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, শুধু জুন মাসেই প্রায় তার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালটিতে। 

 

শনিবার (১ জুলাই) ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্ট দায়িত্বরতদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

 

ঢাকা শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। চলতি বছরে শিশু হাসপাতালে মোট ৯৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন।

 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা শিশু হাসপাতাল মোট ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন এবং জুন মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৫৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। অর্থাৎ পাঁচ মাসের প্রায় দ্বিগুণ ডেঙ্গুরোগী জুন মাসেই ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সরেজমিনে দেখা যায়, শিশু হাসপাতালের ১ নম্বর জেনারেল ওয়ার্ডে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত শিশু চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ জ্বর, খিঁচুনি, কেউবা পেটব্যথা, বমি অথবা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, পরে তাদের ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়। 

 

সাত বছরের আরশী নামের শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাসা হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায়। খিঁচুনি হওয়ায় জুন মাসের ২৪ তারিখ আরশীকে শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। ২৭ জুন তারিখে তার ডেঙ্গু শনাক্ত হয়।

 

শিশু হাসপাতালের ১ নম্বর জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিন বছরের জুনায়েদ নামের আরেক শিশু। জুনায়েদের অভিভাবক সিরাজের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাসা মিরপুর ১ নম্বরের পিয়াঙ্কা হাউজিংয়ে। জ্বর এবং ডায়রিয়াজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, পরবর্তীতে তার ডেঙ্গু শনাক্ত হয়।

 

তাহসিন নামের এক শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, নাখাল পাড়ায় বসবাস করা শিশুটিও জ্বর এবং পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়, পরে তারও ডেঙ্গু শনাক্ত হয়।

 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট আট হাজার ২৪৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ২৫৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৯৯১ জন হয়েছেন। একই সময়ে সারাদেশে মোট ৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। 

 

চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের থেকে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর প্রকোপ কয়েকগুণ বেশি। ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর