রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব

মেসি এমএলএসের যে নিয়মের কারণে আজ ফ্রি–কিক নিতে পারেননি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১১:৩৮

ধরুন আপনি লিওনেল মেসির পাঁড় ভক্ত, কোনো কারণে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি মিস করেছেন। পরে ম্যাচের খবর নিতে গিয়ে দেখলেন, মায়ামির হয়ে আজ ফ্রি–কিক থেকে গোল করেছেন মাতিয়াস রোহাস। এই তথ্য পাওয়ার পর প্রথমেই আপনার মনে এই প্রশ্ন আসতে বাধ্য—মেসি আজ খেলেছেন তো? নইলে ফ্রি–কিক কেন রোহাস নেবেন!

মেসি আজ খেলেছেন, পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ফ্রি–কিক নিতে পারেননি। সেটা মেজর লিগ সকারের (এমএলএস) নতুন এক নিয়মের কারণে।

কী সেই নিয়ম? মেসিই মূলত সেই ফ্রি–কিকটি আদায় করেন। প্রথমার্ধের ৪৩তম মিনিটে মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল মেসিকে ফাউল করেন। এমন ট্যাকলের কারণে মেসির প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। যেখানে ১৫ সেকেন্ডের বেশি সময় লেগেছে। এমএলএসের নতুন নিয়ম অনুসারে, প্রাথমিক চিকিৎসায় ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুম থেকেই এই নিয়ম চালু হয়েছে।

মূলত সে কারণেই মেসি নন, ফ্রি–কিক নিতে হয় রোহাসকে। যদিও রোহাস হতাশ করেননি। মেসির মতো বাঁ পায়েরই দুর্দান্ত এক ফ্রি–কিকে গোল করেন।
তবে মেসি এমএলএসের এমন নিয়মে খুশি নন। মাঠের বাইরে এক ক্যামেরার সামনে ক্ষিপ্ত মেসি বলেন, ‘এ ধরনের নিয়ম হলে আমরা ভুল পথে আছি।’

মেসি পরেও কোনো গোল করতে পারেননি। কোনো গোলে সহায়তাও করতে পারেননি তিনি। চলতি বছরে এই প্রথম মায়ামির কোনো গোলে অবদান রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এরপরও মেসির মায়ামি জিতেছে ৩-২ গোলে। ২-০তে পিছিয়ে পড়ে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি ৩-২ ব্যবধানে ইন্টার মায়ামি জিতেছে রোহাসের সঙ্গে লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর