সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

ভক্তকে অটোগ্রাফ দিতে গিয়ে বোতলের আঘাতে আহত জোকোভিচ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১১:৩৯

শুক্রবার ইতালিয়ান ওপেনে ম্যাচ জয়ের পর সমর্থকদের অটোগ্রাফ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। আকস্মিকভাবে উড়ে আসা বোতলের আঘাতে আহত হয়েছেন সার্বিয়ান এ টেনিস তারকা। শুরুতে আঘাত গুরুতর মনে হলেও পরে জোকোভিচ নিজেই জানিয়েছেন তিনি ভালো আছেন। এ সময় যাঁরা তাঁকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন ২৪ গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জোকোভিচ নিচে দাঁড়িয়ে গ্যালারিতে থাকা এক ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় পাশ থেকে উবু হয়ে হাত বাড়িয়ে দেন অন্য এক ভক্ত। তখন সেই হাত বাড়িয়ে দেওয়া ভক্তের ব্যাগ থেকে পানির বোতল অসাবধানতাবশত পড়ে যাওয়ার সময় সরাসরি গিয়ে আঘাত করে জোকোভিচের মাথায়। বোতলের আঘাতে তাৎক্ষণিকভাবে লুটিয়ে পড়েন এই টেনিস তারকা। কিছু সময় মাথায় হাত দিয়ে বসে থাকার পর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় জোকোভিচকে।

আঘাতের পর চিকিৎসকেরা জোকোভিচের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তাঁর মাথায় রক্ত দেখলেও কোনো ধরনের সেলাই লাগেনি বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এদিন জোকোভিচের ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

টুর্নামেন্ট কর্তৃপক্ষের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে সেন্টার কোর্ট ছাড়ার সময় অটোগ্রাফ দিতে গিয়ে মাথায় পানির বোতলের আঘাত পেয়েছেন জোকোভিচ। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উদ্বিগ্ন হওয়ার মতো নয়।’

পরে নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোকোভিচ লিখেছেন, ‘উদ্বিগ্ন হয়ে যাঁরা বার্তা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা একটা দুর্ঘটনা ছিল এবং আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর আমি এখন ভালো আছি। রোববার সবার সঙ্গে দেখা হবে।’

জোকোভিচের দুর্ঘটনা নিয়ে ইতালিয়ান টেনিস ফেডারেশনের মুখপাত্র আলেসান্দ্রো কাতাপানো বলেছেন, ‘তার মন খারাপ, তবে সে ভালো আছে। আমরাও যা ঘটেছে তা নিয়ে হতাশ।’ এ সময় ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন কাতাপানো।

দুর্ঘটনার আগে অবশ্য ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ৬–৩ ও ৬–১ গেমে জয় পেয়েছেন জোকোভিচ। রোববার পরের রাউন্ডের ম্যাচে জোকোভিচের প্রতিপক্ষ আলেসান্দ্রো তাবিলো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর