প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৫:৫০
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় ধসে পড়ে পুরো একটি সেতু। ঘটনাটি ঘটে গত ২৬ মার্চ। প্যাটাপসকো নদীর ওপর অবস্থিত ফ্রান্সিস স্কট কি সেতুর একটি পিলারে জাহাজটি আঘাত হানায় ভেঙে পড়ে সেতুটি। ‘ফ্রান্সিস স্কট কি ব্রিজ’ বাল্টিমোরের ব্যস্ত বন্দরের একটি প্রধান ট্রানজিট রুট।
মেরিল্যান্ড কর্তৃপক্ষ মঙ্গলবার (৭ মে) জানিয়েছে, সেতু ধসের ঘটনায় ষষ্ঠ মৃতদেহ উদ্ধার হয়েছে। জাহাজটি যখন শক্তি হারিয়ে সেতুতে ধাক্কা দিয়েছিল, তখন ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হন। পাঁচজনের মৃতদেহ এর আগে উদ্ধার হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, নিহত ওই ব্যক্তির বয়স ৩৭ বছর এবং নাম জোসে মাইনর লোপেজ।
তিনি মেরিল্যান্ডের বাল্টিমোরের একজন নির্মাণ শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে। সেতুটি ভেঙে পড়ার সময় তিনি সেখানে কাজ করছিলেন।
বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন এম স্কট এক্স-এ বলেছেন, ‘হোসে মাইনর লোপেজ নামে নিখোঁজ ষষ্ঠ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’ লোপেজের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
মেরিল্যান্ড স্টেট পুলিশ বলেছে, লাশ উদ্ধার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
শিপ ট্র্যাকিং ডাটা থেকে দেখা গেছে, ডালি নামের ওই জাহাজটির দৈর্ঘ্য ২৯০ মিটার বা ৯৪৮ ফুট এবং প্রস্থ ৪৮ মিটার। জাহাজটি ১০ হাজার কনটেইনার ধারণ করতে পারে। কনটেইনারসহ জাহাজটির উচ্চতা দাঁড়ায় ২৪ দশমিক ৮ মিটার। রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পণ্যবাহী জাহাজ ডালি পোর্ট ব্রিজ বন্দর থেকে ছেড়ে যায়।
এর প্রায় ৪৫ মিনিট পর শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটার দীর্ঘ এই জাহাজ সেতুতে ধাক্কা দেয়। জাহাজটি যখন সেতুটিতে ধাক্কা দেয়, তখন এর গতি ছিল প্রতি ঘণ্টায় ১ দশমিক ৬ মাইল বা ২ দশমিক ৫৭ কিলোমিটার। জাহাজটির গতিবেগ খুবই সামান্য হলেও বিরাটকায় জাহাজটির ভরবেগ বেশি হওয়ায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সেতুটি ধসে পড়ে। তখন সেতুর গর্ত মেরামতকারী আট সদস্যের নির্মাণকর্মী সময়মতো ঘটনাস্থল থেকে সরে যেতে পারেননি। সেতু ধসে তারা নদীতে পড়ে যান এবং নিহত হন।
মন্তব্য করুন: