সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

মাদারীপুরে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৪

মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক ও তাঁর সহযোগী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় টোল প্লাজা-বাবনাতলা অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাক্টরচালক এনামুল হোসেন (২৩) ও তাঁর সহযোগী আরিফ শিকদার (১৭)। নিহত এনামুল লোহাগাড়া উপজেলার সারুলিয়া এলাকার সরাফাত আলীর ছেলে। আর নিহত আরিফ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইট বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি নিয়ে প্রতিদিনের মতো আজ সকালে কাজে বের হন এনামুল। তাঁর ট্রাক্টরটি খোয়াজপুর পুরাতন ফেরিঘাট থেকে বাবনাতলা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল। ট্রাক্টরটি প্লাজা-বাবনাতলা অ্যাপ্রোচ সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরচালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ট্রাক্টরের নিয়ে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শী নিজাম আহমেদ বলেন, ট্রাক্টরটি একটি বালুর মাঠ থেকে অ্যাপ্রোচ সড়কে উঠতে গিয়ে উল্টে যায়। এতে চাপা পড়েন ট্রাক্টরচালক ও তাঁর সহযোগী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন  বলেন, ইটভাটায় ব্যবহৃত ট্রাক্টরটি সড়কে উল্টে চালক ও সহযোগী মারা গেছেন। এটি সড়কের অবৈধ যান। অবৈধ যানগুলো ইট বহন করে থাকে। এসব যান আটক করে পুলিশ মামলাও দিচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর