রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব

মাদারীপুরে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৪

মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক ও তাঁর সহযোগী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় টোল প্লাজা-বাবনাতলা অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাক্টরচালক এনামুল হোসেন (২৩) ও তাঁর সহযোগী আরিফ শিকদার (১৭)। নিহত এনামুল লোহাগাড়া উপজেলার সারুলিয়া এলাকার সরাফাত আলীর ছেলে। আর নিহত আরিফ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইট বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি নিয়ে প্রতিদিনের মতো আজ সকালে কাজে বের হন এনামুল। তাঁর ট্রাক্টরটি খোয়াজপুর পুরাতন ফেরিঘাট থেকে বাবনাতলা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল। ট্রাক্টরটি প্লাজা-বাবনাতলা অ্যাপ্রোচ সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরচালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ট্রাক্টরের নিয়ে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শী নিজাম আহমেদ বলেন, ট্রাক্টরটি একটি বালুর মাঠ থেকে অ্যাপ্রোচ সড়কে উঠতে গিয়ে উল্টে যায়। এতে চাপা পড়েন ট্রাক্টরচালক ও তাঁর সহযোগী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন  বলেন, ইটভাটায় ব্যবহৃত ট্রাক্টরটি সড়কে উল্টে চালক ও সহযোগী মারা গেছেন। এটি সড়কের অবৈধ যান। অবৈধ যানগুলো ইট বহন করে থাকে। এসব যান আটক করে পুলিশ মামলাও দিচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর