বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আদালতে কামরুল-দীপু মনি-পলকদের ওপর ডিম নিক্ষেপ
  • বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী
  • প্লাস্টিক দূষণে বছরে ১ লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু
  • ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন
  • সৌদিতে মেয়াদোত্তীর্ণ ভিসার জন্য ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, ৬ মাসের জেল
  • ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল আটক
  • ফের গাজাবাসীকে সমর্থন, যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি
  • চরম দরিদ্র ও গরিবের শ্রেণিবিভাজন
  • বিশ্ব ধরিত্রী দিবস আজ
  • ভারতীয় নারীদের মার্শাল আর্টে ফিরিয়ে আনছেন ‘মীনাক্ষী আম্মা’

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না: ডিএমপি কমিশনার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৫:১৯

ঈদের সময় যানবাহনে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, কাউন্টার ছাড়া বাইরে টিকিট বিক্রি করলে, তা কালোবাজারি বলে গণ্য হবে। টিকিট কালোবাজারি করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ডিএমপি সদর দপ্তরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।


অনুষ্ঠানের শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে ঈদুল ফিতরে সড়ক, রেল ও নৌযান চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা এবং ঈদের জামায়াত সুষ্ঠুভাবে আদায় করা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, আজকের সভায় মালিক ও শ্রমিক সমিতির নেতারা আছেন। সবাই একমত হয়েছেন, কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের হবে না। এরপরও পুলিশকে নির্দেশ দেওয়া আছে, কোনোভাবেই এসব গাড়ি যেন রাস্তায় চলতে না দেওয়া হয়। ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এ গাড়ি না আটকানো হলে ঢাকায় এসে যানজট সৃষ্টি করবে। এ জন্য চেকপোস্ট বসিয়ে পাশের ইউনিটে যেসব কর্মকর্তা আছেন, তাঁদের চেষ্টা থাকবে গাড়িগুলো যাতে ঢাকায় না ঢুকতে পারে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, যেকোনো চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজির কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ সমন্বয় সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), এপিবিএন, র‍্যাব, বিশেষ শাখা (এসবি), রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন, এমআরটি পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি–বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর