রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

৩০ বছর বয়সেই তিনি হয়েছিলেন বিশ্বসেরা পরিচালকদের একজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

তাঁর মতে, তাঁর চলচ্চিত্র তৈরি করার অন্যতম উদ্দেশ্য ছিল, তাঁর সিনেমা মানুষকে বাঁচতে একটু হলেও সাহায্য করবে। তাঁর সিনেমায় থাকবে গভীর জীবনবোধ

তিনি সোভিয়েত নিউ ওয়েভ মুভির নেতৃত্ব দিয়েছেন। এখনো তাঁকে সারা বিশ্বে স্মরণ করা হয়। ১৯৯০ সালে তাঁকে রাশিয়ার সর্বোচ্চ সম্মাননা জানানো হয়

তিনি আন্দ্রেই তারকোভস্কি। প্রথম সোভিয়েত পরিচালক হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিলেন

প্রথম সিনেমা ‘ইভান চাইল্ডহুড’ বানিয়েই বিশ্বজুড়ে খ্যাতি পান তিনি। শিশুদের তিনি ভিন্নভাবে সিনেমার পর্দায় এনেছেন। তারকোভস্কি মনে করতেন, শিশুরা বড়দের চেয়ে সিনেমা ভালো বোঝে

‘মিরর’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। ৩২ বার সিনেমাটির চিত্রনাট্যের খসড়া পরিবর্তন করেছিলেন। ৩৩ বারে সেটি চূড়ান্ত হয়। পরে শুটিং শুরু করেন

সোভিয়েত নির্মাতাদের মধ্যে সিনেমার সেন্সরশিপ নিয়ে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে তাঁকে। এমনও হয়েছে, তাঁর চিত্রনাট্য পর্যন্ত একাধিকবার নিষিদ্ধ হয়েছে। একসময় বাধ্য হয়েই তিনি সোভিয়েত ছেড়ে সিনেমা বানাতে থাকেন

তিনি ভৌতিক কার্যকলাপে বিশ্বাসী ছিলেন। শৈশবে এমন বেশ কিছু ঘটনার মুখোমুখি হয়েছেন। এটা তাঁর বেশির ভাগ সিনেমায় উঠে এসেছে। ৮. শৈশবে স্কুলের দিনগুলোয় তিনি প্রায়ই ক্লাসে সমস্যা সৃষ্টি করতেন। ক্লাসের ছাত্রদের মধ্যে তিনি ছিলেন খুবই খারাপ ছাত্র। ড্রপআউটও হয়েছিলেন। পরে তিনিই হয়েছিলেন বিশ্বসেরা পরিচালক। ৯.৩০ বছরের ক্যারিয়ারে তিনি ৭টি চলচ্চিত্র বানিয়েছেন। দুটি টেলিভিশন সিনেমা, একটি টেলিভিশন তথ্যচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। সর্বশেষ ‘দ্য ফাস্ট ডে’ ঘোষণা দিয়েই ক্যানসারে মারা যান। ১০.১৯৩২ সালের ৪ এপ্রিল তাঁর জন্ম। ১৯৮৬ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান। তুখোড় সব চলচ্চিত্র সমালোচক ও পরিচালকেরা বলেন, যত দিন বিশ্বে চলচ্চিত্র থাকবে, তত দিন তাঁর নাম উচ্চারিত হবে

শৈশবে স্কুলের দিনগুলোয় তিনি প্রায়ই ক্লাসে সমস্যা সৃষ্টি করতেন। ক্লাসের ছাত্রদের মধ্যে তিনি ছিলেন খুবই খারাপ ছাত্র। ড্রপআউটও হয়েছিলেন। পরে তিনিই হয়েছিলেন বিশ্বসেরা পরিচালক। ৯.৩০ বছরের ক্যারিয়ারে তিনি ৭টি চলচ্চিত্র বানিয়েছেন। দুটি টেলিভিশন সিনেমা, একটি টেলিভিশন তথ্যচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। সর্বশেষ ‘দ্য ফাস্ট ডে’ ঘোষণা দিয়েই ক্যানসারে মারা যান। ১০.১৯৩২ সালের ৪ এপ্রিল তাঁর জন্ম। ১৯৮৬ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান। তুখোড় সব চলচ্চিত্র সমালোচক ও পরিচালকেরা বলেন, যত দিন বিশ্বে চলচ্চিত্র থাকবে, তত দিন তাঁর নাম উচ্চারিত হবে

৩০ বছরের ক্যারিয়ারে তিনি ৭টি চলচ্চিত্র বানিয়েছেন। দুটি টেলিভিশন সিনেমা, একটি টেলিভিশন তথ্যচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। সর্বশেষ ‘দ্য ফাস্ট ডে’ ঘোষণা দিয়েই ক্যানসারে মারা যান

১৯৩২ সালের ৪ এপ্রিল তাঁর জন্ম। ১৯৮৬ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান। তুখোড় সব চলচ্চিত্র সমালোচক ও পরিচালকেরা বলেন, যত দিন বিশ্বে চলচ্চিত্র থাকবে, তত দিন তাঁর নাম উচ্চারিত হবে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর