প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৫:১২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংষর্ষের ঘটনায় আহত জয়নাল (৩০) নামে এক যুবক মারা গেছেন।
নিহত জয়নাল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মাহাবুরের ছেলে। এর আগে সোমবার সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুরসহ, গবাদিপশু ও বাড়ির মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নাচোল ও গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি জমি নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবরের স্থানীয় জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ওই জমিতে গাছ লাগাতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এই সংঘর্ষ চলে।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা করেছে।
মন্তব্য করুন: