সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কুবি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১৫:১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, 'এই রমজানে আমাদের নিজেদের শুধরে নিতে হবে। গত বছর যারা আমাদের সাথে ছিল তাদের অনেকেই আজ আমাদের সাথে নেই। প্রত্যেক মুহূর্ত থেকে আমাদের শিক্ষা গ্রহন করতে হবে। এই শিক্ষার মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।'
বিজ্ঞাপন

 

সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতারে দোয়া পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান বলেন, ' প্রতি বছরের মত এবারও বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের নিয়ে আমরা ইফতার আয়োজন করেছি। পরস্পরের মাঝে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং যারা এই আয়োজনের পিছনে কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।'


এছাড়াও এই ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, মাহমুদুল হাসান রাহাত, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন সহ আরো অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর