প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৪:৫২
তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। আসন্ন নির্বাচন ঘিরে মাসব্যাপী প্রচার চালাচ্ছে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। খবর ডেইলি সাবাহর।
এবারের স্থানীয় নির্বাচনে ইস্তানবুল থেকে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) মেয়রপ্রার্থী মুরাত কুরুম। নিজ দলের এই প্রার্থীর সমর্থনে রোববার ইস্তানবুলে এক সমাবেশে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
প্রচার সমাবেশে দেওয়া ভাষণে স্থানীয় ভোটের পর ইস্তানবুলে একটি নতুন যুগ শুরুর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট।
এরদোগান বলেন, 'বিরোধীরা ইস্তানবুলকে ৩০ বছর পিছিয়ে দিয়েছে। তবে আমরা এই ঐতিহাসিক শহরে একটি নতুন যুগের সূচনা করব।'
একেপির প্রধান বিরোধী দল সিএইচপির বর্তমান মেয়র একরেম ইমামোলুকে অভিযুক্ত করে এরদোগান আরও বলেন, 'এই দল ক্ষমতায় থাকাকালীন তাদের তহবিল নষ্ট করেছে। ইস্তানবুলবাসীর ভোগান্তির সময় তারা অবকাশ যাপন করেছে।'
শহরের তুষারঝড় এবং বন্যা চলাকালীন ইমামোলু কোনো দায়িত্ব পালন করেননি বলেও জানান তিনি।
মন্তব্য করুন: