রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

চট্টগ্রামের মিরসরাইয়ে থেমে থাকা গাড়িতে ধাক্কা, মিনিট্রাক চালক ও সহকারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৫:০৮

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে কন্টেইনারবাহী একটি মিনিট্রাকের সামনের অংশ। এতে মিনিট্রাকের চালক মো. মাসুম বিল্লাহ (৪২) ও তাঁর সঙ্গে থাকা মো. আবদুর রহিম (৪৫) মারা যান।

আজ রোববার সকাল আটটায় উপজেলার নিজামপুর বাজারের দক্ষিণ পাশে রেদোয়ান পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হালুয়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আবদুর রহিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুচারা গ্রামের মৃত আজের আলীর ছেলে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে মিরসরাই উপজেলার নিজামপুর বাজারের দক্ষিণ পাশে রেদোয়ান পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি মালবাহী মিনিট্রাক রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও চালকের সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

 

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করি। দুর্ঘটনায় রাস্তার পাশে থামানো গাড়ির সঙ্গে পেছন থেকে ধাক্কা দেওয়া মিনিট্রাকের চালক ও তাঁর সঙ্গে বসা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা লাশ দুটি হেফাজতে নিয়েছি। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। স্বজনেরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ বুঝিয়ে দেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর