প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৫:০৮
চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে কন্টেইনারবাহী একটি মিনিট্রাকের সামনের অংশ। এতে মিনিট্রাকের চালক মো. মাসুম বিল্লাহ (৪২) ও তাঁর সঙ্গে থাকা মো. আবদুর রহিম (৪৫) মারা যান।
আজ রোববার সকাল আটটায় উপজেলার নিজামপুর বাজারের দক্ষিণ পাশে রেদোয়ান পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হালুয়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আবদুর রহিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুচারা গ্রামের মৃত আজের আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে মিরসরাই উপজেলার নিজামপুর বাজারের দক্ষিণ পাশে রেদোয়ান পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি মালবাহী মিনিট্রাক রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও চালকের সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করি। দুর্ঘটনায় রাস্তার পাশে থামানো গাড়ির সঙ্গে পেছন থেকে ধাক্কা দেওয়া মিনিট্রাকের চালক ও তাঁর সঙ্গে বসা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা লাশ দুটি হেফাজতে নিয়েছি। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। স্বজনেরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ বুঝিয়ে দেওয়া হবে।’
মন্তব্য করুন: