সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

নতুনকে স্বাগত জানিয়ে শুরু হলো ল্যাকমে ফ্যাশন উইক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৬:২৭

নতুন বছরে নতুন কাপড়ের ঘ্রাণ, নতুন নকশা আর নতুন ডিজাইনারদের নতুন ভাবনা—এ সবকিছুকে সঙ্গী করে, স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যা থেকে শুরু হলো ল্যাকমে ফ্যাশন উইকের এবারের আসর। এ বছর মুম্বাইতে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক।


মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে পাঁচ দিনের এই ফ্যাশন উৎসবের আসর বসেছে। কিছুদিন আগে এই ভেন্যুতেই বসেছিল মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্ব। ১৩ মার্চ থেকে শুরু হওয়া ল্যাকমে ফ্যাশন উইক চলবে ১৭ মার্চ। প্রতিবারের মতো এবারের ল্যাকমের সূচনা হয়েছে একঝাঁক নবীন ডিজাইনারকে আহ্বান জানিয়ে।

নাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনার)। খ্যাতনামা এই ফ্যাশন ইনস্টিটিউটের ‘জেননেক্সট’ শীর্ষক শোর মাধ্যমে পাঁচ নবাগত ডিজাইনারের অভিষেক হয়েছে ল্যাকমে মঞ্চে।


জেন নেক্সটে আছে শাড়ি নিয়ে নিরীক্ষা। আবার আছে ওভারসাইজড টপ–প্যান্ট, কো–অর্ডস, গাউন, পার্টি ফ্রক, মিডি ড্রেস ইত্যাদি। এই পাঁচ ডিজাইনারের পরিবেশনা ছিল বৈচিত্র্যে ভরপুর।


অর্চনা রাওয়ের সংগ্রহ চাঁদ ও সূর্য থেকে অনুপ্রাণিত।ফ্যাশনে ঘুরেফিরে আসছে চলে যাওয়া বিভিন্ন দশকের হাইলাইটস। যশ গাড়ার সংগ্রহ ছিল ’৭০–এর দশক দ্বারা অনুপ্রাণিত। এই আয়োজনে তিনি ‘দাগেদার ডেনিম’ শীর্ষক সংগ্রহে তুলে ধরেছিলেন ডেনিমের নানান সম্ভার।


মনীশা আর রেশমির ‘চেকমেট’ কালেকশনে উঠে এসেছিল ’৬০-এর দশকের চেক–ফ্যাশন। নতুন আর পুরোনোর মধ্যে মেলবন্ধন ঘটিয়ে এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট উপহার দিয়েছেন তাঁরা।


ইশিতা সিক্কার আয়োজন ছিল রঙিন। প্রিয়াল এবং কানওয়ারি তাঁদের কালেকশনে তুলে ধরেন সেমি ফরমাল এবং ফরমালের বাহারি পোশাক। পালক উকের আয়োজনে ধরা দিয়েছিল জাপানি সংস্কৃতি।


আইএনআইএফডি লঞ্চপ্যাড শীর্ষক আয়োজনে আবার একঝাঁক তরুণ ডিজাইনারের ল্যাকমের মঞ্চে অভিষেক হলো। এই শোর মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী কারিশ্মা তান্না। তিনি এই আয়োজনের শোস্টপার ছিলেন।


ডিজাইনার অর্চনা রাওয়ের কালেকশনে উঠে এসেছিল সুতা, সিকোয়েন্সের এমব্রয়ডারির বাহার। বুধবারের শেষ সংগ্রহ ছিল খ্যাতনামা ডিজাইনার রাজেশ প্রতাপ সিংয়ের। মহালক্ষ্মী রেসকোর্সের খোলা মাঠে রঙিন এই আয়োজন রেখেছেন তিনি। তাঁর অনুষ্ঠান শুরু হয়েছে পোলো শোর মাধ্যমে। রাজেশ প্রতাপ সিং তাঁর এই শোটি পোলো খেলোয়াড়দের উৎসর্গ করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর