প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৫:৪৩
গত ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন যশপ্রীত বুমরা। সেই বুমরাকে সরিয়ে আবার শীর্ষে জায়গা করে নিয়েছেন অশ্বিন। এ নিয়ে ষষ্ঠবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই ভারতীয়।
দুইয়ে নেমে যাওয়া বুমরার সঙ্গে আছে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডও। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যর্থ হয়ে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে নেমে গেছেন স্টিভ স্মিথ।
গত সপ্তাহে শেষ হওয়া ধর্মশালা টেস্ট ছিল অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট। মাইলফলকের সেই টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন অশ্বিন। মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে নিজের ১০০তম টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। যা তাঁকে ষষ্ঠবারের মতো টেস্ট বোলারদের শীর্ষে তুলে দিয়েছে।
অশ্বিন প্রথমবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন ২০১৫ সালের ডিসেম্বরে। অশ্বিনের বর্তমান রেটিং পয়েন্ট ৮৭০, বুমরা ও হ্যাজলউডের ৮৪৭ করে। কিউইদের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ৬ উইকেট নিয়েছেন হ্যাজলউড। এটি হ্যাজলউডের ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় স্থানে উঠেছিলেন এই পেসার। সে বছরের মার্চে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৮৬৪,এরপরও শীর্ষস্থান ছুঁতে পারেননি হ্যাজলউড। এর চেয়ে বেশি পয়েন্ট পেয়েও এর আগে শীর্ষে ওঠা হয়নি মাত্র ৪ ক্রিকেটারের—কপিল দেব(৮৭৭), রায়ান হ্যারিস( ৮৭০), কোর্টনি ওয়ালশ( ৮৬৮), রঙ্গনা হেরাথ( ৮৬৬)।
ধর্মশালা টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা কুলদীপ যাদব ১৫ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১৬তম অবস্থানে আছেন। একই ম্যাচে সেঞ্চুরি করা ভারত অধিনায়ক রোহিত শর্মা ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে আরেক সেঞ্চুরিয়ান শুবমান গিল ১১ ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা ২০ নম্বরে। সিরিজ সেরা ক্রিকেটার যশস্বী জয়সোয়াল ধর্মশালা টেস্টে ফিফটি করে এগিয়েছেন ২ ধাপ, আছেন ৮ নম্বরে।
ক্যারিয়ারে ৯ টেস্ট খেলা জয়সোয়ালের রেটিং পয়েন্ট ৭৪০। ৯ টেস্ট খেলে এর চেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি আছে আর দুই ক্রিকেটারের—স্যার ডন ব্র্যাডম্যান(৭৫২) ও মাইক হাসি (৭৪১)। ক্রাইস্টচার্চ টেস্টে স্মিথ প্রথম ইনিংসে ১১ রানের পর দ্বিতীয় ইনিংস আউট হন ৯ রান করে। তাতে দুই ধাপ নেমে পাঁচে স্মিথ। শীর্ষে আছেন কেইন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৯।
ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২ ইনিংসে ১৪১ রান করে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চারে উঠে এসেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। সিরিজে সর্বোচ্চ ১৭২ রান করে ২ ধাপ এগিয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি আছে ২২তম অবস্থানে।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের সর্বশেষ ম্যাচে ৪৭ রানে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাতে এক ধাপ পিছিয়ে তিনি আছেন ১৪ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে লিটন দাস পিছিয়েছেন দুই ধাপ, আছেন ৩১ নম্বরে। দুই ধাপ এগিয়ে ৩৩ নম্বরে নাজমুল হোসেন।
মন্তব্য করুন: