প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১২:৫৯
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন চার প্রার্থী। প্রচারে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে এমপি বাহাউদ্দীনের একসময়ের মিত্র সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম এবং বাহারকন্যা সূচনার মধ্যে চলছে কথার লড়াই।
আর তিনজনকেই এমপি বাহারের প্রার্থী হিসেবে আখ্যা দিচ্ছেন নিজাম উদ্দিন কায়সার। বুধবার গণসংযোগে ভোটারদের সামনে নানা ধরনের বক্তব্য দিয়েছেন এ চার প্রার্থী।
বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা বলেছেন, নির্বাচিত হলে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করব। কুমিল্লার মানুষকে বাবার মতো আমিও ভালোবাসি। নগরবাসীর মৌলিক সমস্যাগুলো নিরসনে কাজ করব। আমি কথায় বিশ্বাসী না। কাউকে আক্রমণ করে আমি বক্তব্য দিতে শিখিনি। প্রার্থীদের কথা এবং বক্তব্যের মাধ্যমেই তার পরিচয় ফুটে ওঠে। সহিংসতা নয়, আমি শান্তির কুমিল্লায় বিশ্বাসী। কুমিল্লার মানুষের ভাগ্যবদল এবং তিলোত্তমা নগরী গড়াই আমার লক্ষ্য।
ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, তাহসিন বাহার সূচনা, মনিরুল হক সাক্কু এবং নুর উর রহমান মাহমুদ তানিম এমপি বাহাউদ্দীনের প্রার্থী। তারা পাশ করলে এমপি বাহাউদ্দীনের পক্ষেই কাজ করবে। কুমিল্লার মানুষ দানবীয় শাসন থেকে মুক্তি পাবে না। আমি নতুন কুমিল্লা গড়তে চাই। স্বপ্নের এ যাত্রা বাস্তবায়ন করতে ঘোড়া প্রতীকে ভোট চান বিএনপি ঘরানার তরুণ এ প্রার্থী।
টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছি। কুমিল্লাকে অন্ধকার থেকে আলোকিত করেছি। আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নগরবাসীর কাছে আবারও সুযোগ চাই।
হাতি প্রতীকের প্রার্থী এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম বলেছেন, আওয়ামী লীগ এমপি বাহারের পৈতৃক সম্পদ নয়। এটি একটি আদর্শের প্ল্যাটফরম। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের দল। যে মেয়ে ছাত্রজীবনে কখনো রাজনীতি করেনি, সে কীভাবে মহানগর আওয়ামী লীগের প্রার্থী দাবি করে। আমিও মহানগর আওয়ামী লীগের প্রার্থী। আমার সঙ্গে দলের বড় একটি অংশ রয়েছে।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ কুসিকের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মহানগর আওয়ামী লীগের দুজন এবং বিএনপি বলয়ের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন: