প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১২:৩৮
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ছাত্রলীগের সাবেক এক নেতা মারা গেছেন। ০৪ মার্চ সোমবার রাত ১১টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।
নিহত উজ্জ্বল মোল্লা (৪২) শহরের মাঠপাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সিগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মী হিসেবে কাজ করতেন। তিনি মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। আটক দুজন হলেন শহরের ডিশলাইনের ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তাঁর ভাই মোহাম্মদ সোহেল।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল ও তাঁর পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁদের দুই স্বজনের। ওই দুই স্বজনের হয়ে কাজ করছিলেন শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিশ ব্যবসায়ী হুমায়ুন। ওই জমি জোর করে দখলের চেষ্টা করে যাচ্ছিলেন হুমায়ুন। এর জের ধরে ০৪ মার্চ রাত ১১টার দিকে হুমায়ুন ও তাঁর ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন উজ্জ্বলের মাঠপাড়ার বসতবাড়িতে হামলা চালান। তাঁরা উজ্জ্বলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে উজ্জ্বলকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা যান।
নিহত ব্যক্তির ভাই রাজু মোল্লা বলেন, ‘জমির বিরোধ নিয়ে অসংখ্যবার পৌরসভায় সালিস হয়েছে। শেষ পর্যন্ত ভূমি অফিস পর্যন্তও গড়িয়েছে। আমরা বলেছি আইন অনুযায়ী যা সিদ্ধান্ত হয়, তা মেনে নেব। হুমায়ুন জোর করে জমি দখল করতে এসেছিল। তারা বাড়িতে ফাঁকা গুলি করেছে। আমাকে ও আমার ভাইকে বেদম মারধর করেছে।’
নিহত উজ্জ্বলের স্ত্রী রুবিনা আক্তার বলেন, ‘তাঁরা জায়গা দখল করতে গিয়ে আমার স্বামীকে মেরেই ফেলল। আমার দুটি ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদের কে দেখবে? হত্যাকারীদের ফাঁসি চাই।’
ঘটনার পর পর অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ও তাঁর ভাই সোহেলকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সদর সার্কেল) খায়রুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। কিল, ঘুষি দিলে যেমন হয়, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে তেমন রক্ত জমাটের চিহ্ন রয়েছে। তবে কী কারণে মারা গেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন: