মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কে ‘আমি কালা’, মোশাররফ নাকি রাজ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৭:১১

প্রথমবার সিনেমা বানাচ্ছেন ছোট পর্দার পরিচালক আবু হায়াত মাহমুদ। তাঁর ছবির নাম ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’। ট্যাগ লাইন ‘আমি কালা’।

ছবির গল্প অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে এর কাহিনি। শোনা যাচ্ছে, সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা প্রাধান্য পাবে গল্পে। কিন্তু সেই কালা জাহাঙ্গীর চরিত্রটি কে করছেন? শুধু তাই-ই নয়, কালা জাহাঙ্গীরের জীবনীতে তাঁর স্ত্রীরও বেশ ভূমিকা আছে। সেই চরিত্রটাই-বা কে করছেন? ‘আমি কালা’ চরিত্রটি কে করেছেন, তা নিয়ে এরই মধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বেশ লেখালেখি হচ্ছে, দর্শকেরও কৌতূহল কম নয়।


পরিচালক চরিত্রটির নাম প্রকাশ না করলেও ছড়িয়েছে, চরিত্রটি করবেন মোশাররফ করিম। পরিচালকের ঘনিষ্ঠ একটু সূত্র বলছে, সেই তালিকায় শরীফুল রাজের নামও আছে। একই সঙ্গে তাঁর স্ত্রীর চরিত্রটি নাকি করবেন কলকাতার মিমি চক্রবর্তী। তালিকায় রয়েছে বাংলাদেশের আরও একজন জনপ্রিয় অভিনেত্রীর নামও।


এ ব্যাপারে পরিচালক আবু হায়াত মাহমুদের কাছে জানতে চাইলে মুখ খুলতে চাননি। তবে প্রথম আলোকে তিনি বলেছেন, ‘এখনো কারোর সঙ্গেই চুক্তি হয়নি। যেসব খবর ছড়িয়েছে, আমাদের টিমের পক্ষ থেকে তা চূড়ান্ত করা হয়নি। আমিও কোথাও বলিনি। এসব খবর সঠিক নয়।’


আবু হায়াত মাহমুদ আরও বলেন, ‘মোশাররফের সঙ্গে জাস্ট কথা হয়েছে। তিনি এখন তাঁর স্ত্রীকে নিয়ে ভারতের চেন্নাইতে আছেন। তাঁর শিডিউল সঠিক সময় পাওয়া যাবে কি না, জানি না। এই চরিত্রের জন্য আমরা অনেকের সঙ্গেই কথা বলছি, চূড়ান্ত হলেই জানাব।’


তবে পরিচালকের ওই ঘনিষ্ঠ সূত্র আরও বলছে, এটি ঠিক, চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ মোশাররফ করিম। কিন্তু তাঁর স্ত্রীর চিকিৎসার কারণে তাঁকে পাওয়া অনিশ্চিতও আছে। তাই বিকল্প হিসেবে শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ চলছে। কারণ, এর আগে আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সিনেমায় কালা জাহাঙ্গীরের চরিত্র করার কথা ছিল রাজের। প্রস্তুতিও নেওয়া আছে। যেহেতু ওই ছবি আর হচ্ছে না, তাই রাজের এ ছবিতেও যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। রাজের সঙ্গে পরিচালকের কথাবার্তাও চলছে।

স্ত্রীর চরিত্রে কলকাতার মিমি চক্রবর্তীর কথা শোনা গেলেও পরিচালক এটিও নিশ্চিত করেননি। তিনি এতটুকুই বলেন , ‘এই ছবিতে কলকাতার যেকোনো একজন নায়িকা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। কথাবার্তা চলছে।’ তবে জানা গেছে, মিমির সঙ্গেই কথাবার্তা চলছে। এ ছবিতে মিমিরই কাজের সম্ভাবনা বেশি।


আগামী মে মাস থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরুর কথা আছে। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন। ছবিতে আরও অভিনয় করবেন দিলারা জামান, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর