সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৫:৩৬

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। পিটিআইয়ের প্রার্থী ওমর আইয়ুব খানকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন।

রোববার স্থানীয় সময় বেলা ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্যরা পার্লামেন্টে সমবেত হন। তারা সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচন করেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ভোটাভুটি শেষে এমন ঘোষণা দিয়েছেন। পিটিআই সমর্থিত প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

প্রধানমন্ত্রী হতে পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩৬ জন সংসদ সদস্যের মধ্যে ১৬৭ জনের ভোট লাগে। পর্যাপ্ত সংখ্যক ভোট পাওয়ায় স্পিকার শাহবাজকে প্রধানমন্ত্রী পদে জয়ী ঘোষণা করেন।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।এ কারণে পিএমএল-এন, পিপিপিসহ ৮ টি দল মিলে জোট সরকার গঠন করতে যাচ্ছে।

আটটি দলের সংসদ সদস্যরা আজ ভোট দিয়ে শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। শাহবাজ টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

এর আগে গত শনিবার উভয় প্রার্থী জাতীয় পরিষদ সচিবালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন এবং যা যাচাই-বাছাই শেষে স্পিকার আয়াজ সাদিক উভয় পক্ষের নেতাদের উপস্থিতিতে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন বলেও জানায় ডন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভোট হওয়া জাতীয় পরিষদের ২৬৪টি আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯০টি আসনে জয়লাভ করে। ৭৯ আসনে জিতে দ্বিতীয় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি পেয়েছে ৫৪টি আসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর