মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জানতাম, আমাকে লড়াই করতে হবে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:২৯

গেল বছরটা ভালোই কেটেছে রাধিকার। এ অভিনেত্রী সবচেয়ে বেশি খুশি এমি অ্যাওয়ার্ডসে জুরি সদস্য হওয়ায়। চলতি বছরটাও তাঁর জন্য বিশেষ হতে চলেছে। কারণ এ বছরই অক্ষয় কুমারের সঙ্গে ‘সরফিরা’ ছবিতে দেখা যাবে রাধিকা মদানকে।
এক সাক্ষাৎকারে রাধিকা এমি অ্যাওয়ার্ডসের প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সত্যি বলতে আমি কখনোই কল্পনা করিনি যে এমি অ্যাওয়ার্ডসের জুরি সদস্য হব আমি। শুধু তা–ই নয়, আমি হলাম সবচেয়ে কনিষ্ঠ জুরি সদস্য। তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আমি ছিলাম জুরি সদস্য। এসবই আমার জন্য খুব মূল্যবান।’ একজন অভিনেত্রী হিসেবে আরও নানা চরিত্রের স্বাদ নিতে চান রাধিকা। তাঁর ভাষ্য, ‘অভিনেত্রী হিসেবে নানা চরিত্রের মাধ্যমে ভিন্ন জীবনের স্বাদ পাই। আমি এ রকমই আরও জীবনের স্বাদ নিতে চাই।’


রাধিকা নিজের ছয় বছরের ফিল্মি ভ্রমণের প্রসঙ্গে বলেন, ‘সব মিলিয়ে আমি আমার এই ভ্রমণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই। এই পথ মোটেও সহজ ছিল না। আমি অসংখ্য অডিশন দিয়েছি, এখনো দিচ্ছি। তবে আমার মতে, আপনি আপনার এই ভ্রমণ ও সংগ্রামকে কীভাবে দেখছেন, সেটাই বড় কথা। আপনি আপনার জীবনের কঠিন সময় থেকেই আসল শিক্ষা পাবেন। আর নিজের দৃষ্টিভঙ্গিকে সব সময় স্বচ্ছ রাখতে হবে। নিজেকে জীবনের কেন্দ্রবিন্দুতে এসে আমি উপলব্ধি করেছি যে জীবন আমার প্রতি দারুণ উদার।’



নিজেকে ভাগ্যবান মনে করেন এই অভিনেত্রী। বাসন বালা, বিশাল ভরদ্বাজের সঙ্গে ক্যারিয়ার শুরু করা তাঁর জন্য বড় পাওয়া। তিনি বলেন, ‘বিশালজির ছবির জন্য আমাকে পাঁচ রাউন্ডের মতো অডিশন দিতে হয়েছিল। তবে আমি নিজেকে সব সময় মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম। আমার মনে কখনো মিথ্যা আশা ছিল না যে এই পথ সহজ। আমি জানতাম, আমাকে লড়াই করতে হবে। আর আমাকে নিজেকে প্রমাণ করতে হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর