বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি
  • বিপ্লব ব্যাহত হতে পারে এনসিপির দায়িত্ব-জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
  • নারায়ণগঞ্জে জুটের গোডাউনে আগুন
  • ৮ মাসে সরকারের চমক, অনন্য উচ্চতায় দেশের অর্থনীতি
  • প্রেমিকাকে খুশি করতেই পারভেজকে হত্যা করে প্রেমিক
  • সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন
  • হাসিনা কোথাও যান নি, তিনি আমাদের ভেতর বাস করছেন
  • ৩৬ দিনে কোন বিপ্লব বা অভ্যুত্থান হয় না

গল্পের এই চরিত্রটি শুনে নামটি মাথায় আসে: মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪১

‘যদি একদিন’ মুক্তির প্রায় পাঁচ বছর পর নতুন সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ভাবনায় ছিল একটি চরিত্রের নাম ধরে সিনেমার নাম হবে, সেই নামে সিনেমাটি তৈরি হবে। অনেক দিন ধরেই নাম খোঁজা হচ্ছিল কিন্তু জুতসই নাম পাচ্ছিলেন না। একদিন বিনোদন জগতের বেশ কিছু তারকার সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন এই পরিচালক। আড্ডায় সিনেমাটির নাম নিয়ে কথা ওঠে।


একেকজন একেকটি নাম প্রস্তাব দেন। ওই আড্ডায় ছিলেন ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী। তিনি ‘ওমর’ নামটি রাখার জন্য মত দেন। নামটি পছন্দ হয়ে যায় পরিচালকের। সিনেমার নাম রাখলেন ‘ওমর’। চিত্রনাট্যে ‘ওমর’ নামটি যুক্ত হলো। এরপর ওই নামে সিনেমাটি তৈরির প্রতিক্রিয়া শুরু হলো। গত বছরের শেষের দিকে এসে তৈরি হলো সিনেমা ‘ওমর’।


এ প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘তখন সিনেমার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু চরিত্র ধরে পছন্দের নাম খুঁজে পাচ্ছিলাম না সিনেমার। এক সন্ধ্যায় মেহজাবীনসহ বেশ কয়েকজন আমরা আড্ডা দিচ্ছিলাম। এক ফাঁকে সিনেমার গল্পের একটি চরিত্রের নাম চেয়েছিলাম। যেটি সিনেমার নাম হতে পারে। মেহজাবীনের দেওয়া নামটি পছন্দ হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে নামটির মধ্যে একটা “র” ব্যাপার আছে। পরে ছবির চরিত্রের “ওমর” নামে সিনেমাটি বানিয়ে ফেললাম।’


সিনেমায় ‘ওমর’ চরিত্রটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ। তাঁর দেওয়া নামে একটি সিনেমা তৈরি হওয়ায় খুশি মেহজাবীন।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ ভাই আমার দেওয়া নামে সিনেমাটির নাম রেখেছেন—এত এত ভালো লাগছে! একটি সিনেমা তৈরির স্মৃতির সঙ্গে আমার নামটিও থাকবে, বিষয়টি ভাবতে ভালোই লাগছে।’


কীভাবে মাথায় এল নামটি—জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘অনেক দিন আগের ঘটনা। এক আড্ডায় রাজ ভাই এই ছবির অল্প অল্প গল্প শোনাচ্ছিলেন। কিন্তু নাম পাচ্ছিলেন না। গল্পের এই চরিত্রটি শুনে নামটি মাথায় আসে। তখন এই নামটি রাজ ভাইকে বলেছিলাম।’

ছোট পর্দার এই নায়িকার কথা, এ ধরনের নাম মানুষের খুব কমই আছে। সিনেমায় নামটির মধ্যে একটা নতুনত্ব আছে। নামটির মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। দর্শকও নামটির মধ্যে একটা ভিন্নতা খুঁজে পাবেন, নতুনত্ব খুঁজে পাবেন।’
এরই মধ্যে ‘ওমর’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। কালার গ্রেডিং ছাড়া ছবির বাকি কাজ শেষ। পরিচালক জানিয়েছেন আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা আছে। তাঁর আগে পর্যায়ক্রমে ছবির চূড়ান্ত পোস্টার, গান, টিজার ও ট্রেলার প্রকাশিত হবে।

‘ওমর’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, আয়মান সিমলা প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর