মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

‘তিনবার আব্বা ডেকে চোখের সামনেই মারা গেল ছেলেটা’

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৩২

‘হাতির আক্রমণের পর হাসপাতালে নেওয়ার সময় নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল ছেলেটার। অ্যাম্বুলেন্সে আমি ওকে জড়িয়ে ধরে ছিলাম। এ সময় তিনবার আব্বা ডেকে চোখের সামনেই মারা গেল ছেলেটা। হাসপাতালের ডাক্তার বললেন ছেলে মারা গেছে। আমার সব শেষ হয়ে গেল।’  ২১ ফেব্রুয়ারি বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামে নিজের বাড়িতে বসে এসব বলছিলেন হাতির আক্রমণে মারা যাওয়া তরুণ নুরুজ্জামানের (২৩) বাবা আবদুল হামিদ ওরফে আবুল হোসেন।

আবদুল হামিদ বলতে থাকেন, ‘আমার ছেলেটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। আব্বা আর মা ছাড়া তেমন কোনো কথা বলতে পারত না। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে যাওয়ার পর থেকে আমার সঙ্গে দোকানে বসে ব্রয়লার মুরগির মাংস বিক্রিতে সাহায্য করত। আমার সব কথা সে ইশারায় বুঝত। আমি গরিব মানুষ। চোখের সামনে এ রকম একটা অবুঝ ছেলের মৃত্যু আমি কীভাবে মানব?’ একটু দূরে বসে কান্না করছিলেন নিহত নুরুজ্জামানের মা নূরজাহান।


আবদুল হামিদ ও নূরজাহান দম্পতির দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে নুরুজ্জামান ছিলেন সবার বড়। সাড়ে সাত শতাংশের ভিটেবাড়ি ছাড়া আর কোনো জমি নেই তাঁদের।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ২0 ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে দুটি বন্য হাতি তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে। পরে হাতি দুটি দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীসংলগ্ন নজরুল ইসলাম নামের এক ব্যক্তির ভুট্টাখেতে অবস্থান নেয়।

এ খবর ছড়িয়ে পড়লে ভুট্টাখেতের চারপাশে উৎসুক জনতা ভিড় করেন। পরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে হাতির কাছাকাছি যেতে নিষেধ করে মাইকিং করা হয়। এর মধ্যে  ২0 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে হাতি দুটি ভুট্টাখেত থেকে বের হয়ে ছুটোছুটি শুরু করে। তখন হাতির আক্রমণে নুরুজ্জামান আহত হন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

 

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা মুঠোফোনে  বলেন, মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজনের প্রচেষ্টায় হাতি দুটিকে সীমান্তের মহানন্দা নদী পার করে ভারতে ফেরত পাঠানো সম্ভব হয়। বর্তমানে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি মুঠোফোনে বলেন, হাতির আক্রমণে নিহত তরুণের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। জেলা প্রশাসন থেকে ওই পরিবারকে আরও সহায়তা করা হবে।

২০১২ সালে একই অঞ্চলের পাঠানপাড়া এলাকায় হাতির আক্রমণে রুমা আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়। সে বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকার অটোচালক রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম দম্পতির চার মেয়ের মধ্যে দ্বিতীয় ছিল। সে তখন সিপাইপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। বাংলাবান্ধা ইউপির চেয়ারম্যান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রুমা আক্তারের মা আনোয়ারা বেগম ২১ ফেব্রুয়ারি বলেন, ‘ওই সময় পৌষ মাস ছিল। খুব সকালবেলা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার লোকজন চিৎকার করতে করতে আমাদের পাঠানপাড়া গ্রামের দিকে আসতেছিল। ওই সময় আমাদের বাড়ির পাশের প্রায় তিন একরের একটি আখখেত ছিল। পরে শোনা গেল, ওই আখখেতে ভারত থেকে বন্য হাতি এসে ঢুকেছে। সকালে আশপাশের ছেলেমেয়েদের সঙ্গে আমার দুই মেয়েও ওই ঘটনা দেখতে যায়। আমার মেয়ে রুমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আখখেতের ভেতরে রুমার লাশ পাওয়া যায়। হাতি আছাড় মেরে ওর পেটে পা দিয়ে চাপা দিয়েছিল। আমার মেয়েকে মারার পর হাতিটা ভারতে পালিয়ে যায়।’ এসব কথা বলতে বলতে ছলছল চোখে তিনি ঘর থেকে রুমার একটি ছবি এনে দেখান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর