প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪০
চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলা প্রাঙ্গণে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ২৩ দিনব্যাপী বইমেলাকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এদিকে আজ (৭ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে সিআরবি শিরীষতলা এলাকায় বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে চসিক। এতে উপস্থিত থাকার কথা রয়েছে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর।
অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার বলেন, সিআরবিতে বইমেলায় ব্যাপক লোকসমাগম হতে পারে। এবার বীর মুক্তিযোদ্ধা কর্নার ও বঙ্গবন্ধু কর্নারের পাশাপাশি বড় পরিসরে শিশু কর্নার করা হচ্ছে। এবার ১৩৫টি স্টল থাকছে, এর মধ্যে ঢাকার স্টল রয়েছে প্রায় ৬০টি।
আয়োজকরা জানান, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে বইমেলার সমাপনী।
চসিকের আয়োজনে ২০১৯ সাল থেকে সম্মিলিতভাবে চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে।
মন্তব্য করুন: