বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি
  • বিপ্লব ব্যাহত হতে পারে এনসিপির দায়িত্ব-জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
  • নারায়ণগঞ্জে জুটের গোডাউনে আগুন
  • ৮ মাসে সরকারের চমক, অনন্য উচ্চতায় দেশের অর্থনীতি
  • প্রেমিকাকে খুশি করতেই পারভেজকে হত্যা করে প্রেমিক
  • সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন
  • হাসিনা কোথাও যান নি, তিনি আমাদের ভেতর বাস করছেন
  • ৩৬ দিনে কোন বিপ্লব বা অভ্যুত্থান হয় না

ইজতেমায় খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন মুসল্লিরা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৭

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম ধাপের বিশ্ব ইজতেমার আজকে দ্বিতীয় দিন। কাল দুপুরের আগে যে কোনো একসময় অনুষ্ঠিত হবে কাঙিক্ষত আখেরি মোনাজাত। সমবেত মুসল্লিরা নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসকার ও শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন।

 

ইতোমধ্যে পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া অনেক মুসল্লি নিরুপায় হয়ে ময়দানের চারপাশের খোলা আকাশের নিচে ফুটপাত ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসড়কের নিচে আশ্রয় নিয়েছেন। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে ফুটপাতে বসেই মুরব্বিদের বয়ান শুনছেন।

জামাতের আমির উসমান আলীর নেতৃত্বে তোলা মিয়া, আব্দুর রশিদ, ইউসুব আলী, জালাল উদ্দিন, শামসুদ্দিন, আব্দুল মোতালেবসহ ২১ জনের একটি তাবলিগের জামাত গত বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ইজতেমা ময়দানে এসেছেন। তারা ভেতরে জায়গা না পেয়ে ময়দানের উত্তর পাশের টঙ্গী-কামারপাড়া রোডের ফুটপাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি ও মুরব্বিদের বয়ান শুনছেন।

এদিকে টাঙ্গাইল থেকে আমির মোরশিদুজ্জামানের নেতৃত্বে সাদেক আলী, সানোয়ার হোসেন, আলেক চাঁন, হাবিবুল ইসলাম, শহিদ মুন্সীসহ ১৫ সদস্যের একটি জামাত বৃহস্পতিবার রাতে ময়দানে এসেছে। কিন্তু ময়দানের কোথাও জায়গা না পেয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসড়কের নিচে অবস্থান করে ইবাদত-বন্দেগি করছেন।

তারা বলেন, আল্লাহর রাস্তায় মেহনত করতে এসেছি। কষ্ট তো কিছুটা হবেই। তার পরও আমাদের কোনো অভাব-অভিযোগ নেই। রোববার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরে যাব।

উল্লেখ্য, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (আলমি শুরার) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর