প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১২:৪৮
সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহি রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন জ্যাকেট পরিহিত ছিলেন। রইস উদ্দীন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে। রইস উদ্দীন মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশ থেকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যায়।
পরে বিএসএফ তাকে ভারতের বনগাঁও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি সোমবার বিকালে রইস উদ্দীনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে তারা অন্তত ৮-৯ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। পাচার হওয়া দুটি গরুও বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে। সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।
ইতোমধ্যে ঘটনাস্থল ধান্যখোলা সীমান্তের জোলিপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জামিল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিজিবি সদস্যের লাশ ফেরত আনার বিষয়ে তৎপরতা চালানো হচ্ছে। আপাতত আর কোনো তথ্য জানাতে পারছি না।
মন্তব্য করুন: