সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

ভালো মানুষ আর খারাপ মানুষের অদ্ভুত মিশ্রণ এখানে আছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:৩০

হুট করেই ১৫ জানুয়ারি দুপুরে চরকির ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করা হয়। সিয়াম আহমেদ, সাফা কবির ও মনোজ প্রামাণিককে নিয়ে কিছু একটা আসতে যাচ্ছে। ১৬ জানুয়ারি রাতে পোস্ট করা হয় পোস্টার; সেখানে সিয়াম, সাফা ও মনোজের সঙ্গে দেখা যায় আরও কিছু মুখ। পোস্টারটি চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’-এর;
শিগগিরই চরকিতে আসতে যাচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে এই সিরিজ, যেটা পরিচালনা করেছেন এ সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ।


সিয়াম, সাফা, মনোজ ছাড়াও এ সিরিজে আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।


এ সিরিজটিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে সিয়াম আহমেদকে। তিনি বলেন, ‘এ সিরিজে আমার চরিত্রটা কতখানি পর্দায় ফুটিয়ে তুলতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিলেন। সাহস দিয়েছেন। তার কারণেই সালেক চরিত্রটা করতে পেরেছি।


চরিত্রের দুটি বড় চ্যালেঞ্জ ছিল—সালেকের চরিত্র একেবারেই ভিন্ন হতে হবে। আর সালেকের লুকও অন্য সবার চেয়ে আলাদা হতে হবে। তাঁর অনেক কাজই চোখে পড়ে না, আত্মবিশ্বাসেরও অভাব রয়েছে। এই জিনিসগুলোর সঙ্গে আসলে তাঁর লুক সম্পর্কিত। এ চরিত্রটিতে অভিনয়ের জন্য আমাকে ওজন বাড়াতে হয়েছে।’


‘টিকিট’ নিয়ে তিনি আরও বলেন, ‘এ সিরিজের প্লট খুবই দারুণ। গল্পটা পড়ার সময় মনে হয়েছে, এটা অন্য গল্পের চেয়ে আলাদা। ভালো মানুষ আর খারাপ মানুষের একটা অদ্ভুত মিশ্রণ এখানে আছে। সিরিজের প্রতিটি চরিত্রই আলাদা।’


এ সিরিজে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। ভিন্নতা রয়েছে তাঁর লুকেও। তিনি বলেন, ‘এ কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ারের মিশেল। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে ভালোই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ, আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাত।’
পরিচালক ও সহশিল্পীদের নিয়ে সাফা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের ভক্ত আমি

আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। সহশিল্পী হিসেবে সিয়াম খুবই দারুণ। তার মতো কঠোর পরিশ্রমী অভিনেতা খুব কমই আছেন। আর মনোজদা তো আমার শিক্ষকের মতো। ওনার থেকে চরিত্রটি পর্দায় তুলে আনতে সাহায্য পেয়েছি। সব শিল্পীই কাজটির জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছেন।’

‘টিকিট’-এর আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, ‘সিরিজে আমার চরিত্র আর বাস্তবের আমি—দুজন দুই মেরুর। চরিত্রটা করতে খুব মজা লেগেছে। বলা যায়, এ সিরিজে অভিনয় করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এ রকম। সব চরিত্রই অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প নিয়ে। আশা করি, দর্শক কাজটা পছন্দ করবেন।’

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘“টিকিট” আমার জন্য একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল, এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও একমত প্রকাশ করেন। গল্পটা খুবই রোমাঞ্চকর হবে। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা মিশ্রণ করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের ঘরানা।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন, ‘এই সিরিজের অভিনেতাদের সঙ্গে আগেও কাজ করেছি। নতুন অভিজ্ঞতা ছিল সিয়ামের সঙ্গে কাজ করা। দর্শকেরা নতুন সিয়াম, সাফা ও মনোজকে একদম নতুনভাবে দেখবে এই সিরিজে।’


দর্শকের উদ্দেশে পরিচালক ভিকি বলেন, ‘“টিকিট” সবচেয়ে ভিন্ন রকম কিছু হবে। আর আমরা সব সময় দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি। সেটা এই কনটেন্ট সবচেয়ে বেশি পাবে আশা করছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর