প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:০০
প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা, তিন মন্ত্রী এবং এক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে উপদেষ্টা ও দুই মন্ত্রীকে নতুন পিএস দেওয়া হয়েছে। আর গত মন্ত্রিসভায় ছিলেন এমন এক মন্ত্রী এবং এক প্রতিমন্ত্রীকে তাদের সাবেক পিএসদের নতুন করে পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক আদেশে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব এএসএম মাঈন উদ্দিনকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক এক আদেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএস মোহাম্মদ শাহাদাত হোসেনকে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাবেক পিএস উত্তম কুমার রায়কে পুনরায় খাদ্যমন্ত্রীর পিএস এবং নূর আলমকে পুনরায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: