প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৬:৩২
পিকা কেন ঐতিহাসিক সিনেমা আর করেছেন না, কেনই বা তাঁকে তুলনামূলক হালকা মেজাজের সিনেমায় দেখা যাচ্ছে, সে প্রশ্নের উত্তর জানতে পিছিয়ে যেতে হবে বছর ছয়েক।
‘পদ্মাবত’ মুক্তির পরেই দীপিকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। পরে এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন দীপিকা নিজেও।
এসব প্রতিবেদনের মূল বক্তব্য ছিল, একের পর এক ঐতিহাসিক সিনেমায় অভিনয় করতে করতে ক্লান্ত দীপিকা। কারণ, এ ধরনের সিনেমার জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, শুটিংও চলে অনেক দিন। এ ছাড়া ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের জন্য ভারী পোশাক ও অলংকার পরতে হয়, নিতে হয় বিশেষ ধরনের মেকআপ; সবই সময়সাপেক্ষ।
দিনের পর দিন ভারী পোশাক পরে শুটিং করে বেশ কয়েকবার চোট পেয়েছেন দীপিকা। বিশেষ করে ঘাড় ও পিঠের ব্যথা তাঁকে বারবার ভুগিয়েছে।
এ ছাড়া ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। চরিত্রের প্রস্তুতির জন্য দীর্ঘ সময় লাগে বলে সচেতনভাবেই এমন ধরনের সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘“পদ্মাবত”-এরপর মাসালা সিনেমা করব কি করব না, তা সময়ই বলে দেবে। আগে আমি যে ধরনের সিনেমা করেছি, সব কটি থেকেই কিছু না কিছু শিখেছি। পরের সিনেমাগুলো ঠিক কোন ধরনের হবে, তা সেই সময় আমার মানসিক অবস্থার ওপর নির্ভর করবে।’
২০২২ সালে ‘গেহরাইয়াঁ’ সিনেমা দিয়ে অন্য রূপে হাজির হন দীপিকা। এই সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে, কয়েকটি দৃশ্যে দেখা গেছে টু–পিস বিকিনিতেও, যা চমকে দিয়েছিল তাঁর ভক্তদেরও। শকুন বাত্রার এই সিনেমা মুক্তির পর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা। অভিনেত্রী ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ ধরনের দৃশ্য অভিনয় করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে এটা ওই চরিত্রকে পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলতে খুবই দরকারি ছিল। তবে আপনি যখন নিরাপদ বোধ করবেন, উপযুক্ত পরিবেশ পাবেন; তখন এ ধরনের দৃশ্যে অভিনয় করতে স্বস্তি পাবেন। “গেহরাইয়াঁ”র ক্ষেত্রে সেটাই হয়েছিল।’
কেবল ‘গেহরাইয়াঁ’য় নয়, গত বছর মুক্তি পাওয়া আলোচিত ‘পাঠান’ সিনেমায়ও দীপিকাকে দেখা গেছে আবেদনময় রূপে। ছবির একটি গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি দৃশ্য নিয়ে তো রীতিমতো বিতর্কও হয়েছে। দীপিকার বেশ কয়েকটি দৃশ্য ভারতীয় সেন্সর বোর্ড বাদও দিয়েছে।
২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘ফাইটার’। এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হবেন দীপিকা ও হৃতিক রোশন। এ সিনেমার গান ‘ইশক জ্যায়সা কুছ’ গানে হৃতিক ও দীপিকার রসায়ন বেশ আলোচিত হয়েছে। ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানটির মতো এ গানেও অভিনেত্রী হাজির হয়েছেন খোলামেলা পোশাকে।
কেবল হালকা মেজাজের সিনেমা আর খোলামেলা পোশকই নয়; ইদানীং দীপিকাকে দেখা যাচ্ছে পুরোদস্তুর অ্যাকশন চরিত্রে। রোমান্টিক ও ঐতিহাসিক সিনেমার জন্য পরিচিত এ অভিনেত্রীর ‘অ্যাকশন তারকা’ হিসেবে আবির্ভাব নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারে বৈচিত্র্য যোগ করেছে।
ঐতিহাসিক ও রোমান্টিকের পর অ্যাকশন সিনেমা তো হলো; এরপর কোন রূপে দেখা যাবে দীপিকাকে? এ বিষয়ে অভিনেত্রী নতুন করে কিছু বলেননি। কয়েক মাসের মধ্যেই দীপিকা নতুন কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেন। তখন হয়তো এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যাবে। ভারতীয় গণমাধ্যমে অবশ্য আরেকটি গুজবও আছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ও ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং পুরোপুরি শেষ করার পর অভিনয় থেকে বিরতি নিয়ে মা হতে চান দীপিকা। এরপর আবার নতুন করে শুরু করতে চান। সত্যিই তিনি কী করেন, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।
মন্তব্য করুন: