সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গোপন নথি ফাঁস করল জার্মানি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৭:২২

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এমন শঙ্কাই মনে রয়েছে জার্মানির। একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি। ফাঁস হওয়া নথির বরাতে এসব তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড। সংবাদপত্রটি এই তথ্য জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি থেকে পেয়েছে বলে জানিয়েছে।

আউটলেটটি দাবি করেছে, রাশিয়া আগামী বছর সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে। আর এটিকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য শুরু বলে ইঙ্গিত করা হয়েছে।

জার্মান এই পত্রিকার রিপোর্টটি এমন এক সময়ে সামনে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত দুই বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছে। যাইহোক, রাশিয়ান কর্মকর্তারা বিল্ডের এই প্রতিবেদনটি ‘ভুয়া’ বলে অভিযুক্ত করে কোনও ধরনের মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ইউরোপের (বিভিন্ন দেশের) সশস্ত্র বাহিনী ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এর মধ্যে সাইবার আক্রমণও অন্তর্ভুক্ত থাকতে পারে।

সূত্রের বরাত দিয়ে বিল্ড আরও বলেছে, এই পরিস্থিতিতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত বৃদ্ধি পেতে শুরু করবে এবং কয়েক হাজার জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। জার্মান এই আউটলেট অনুসারে, যেহেতু পশ্চিমা দেশগুলো থেকে তহবিল হ্রাস পাচ্ছে, তাই রাশিয়ান বাহিনী ‘বসন্তে’ ইউক্রেনের সেনাদের ওপর হামলা করবে।

এর পর ধাপে ধাপে, মাসে মাসে, কীভাবে রাশিয়ান বাহিনী এগিয়ে যাবে এবং কীভাবে ন্যাটো তার মিত্রদের রক্ষা করবে সেটিও এতে বর্ণনা করা হয়েছে।

গোপন এই নথি অনুসারে, সেপ্টেম্বরে সংঘর্ষ বাড়বে এবং এটিই রাশিয়ার পশ্চিমাঞ্চালে ও বেলারুশে প্রায় ৫০ হাজার রাশিয়ান সৈন্যকে নিয়ে বড় আকারের সামরিক মহড়া শুরু করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্ররোচিত করবে।

নথি অনুসারে, রাশিয়া তখন কালিনিনগ্রাদে সৈন্য এবং মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রেরণ করতে পারে। এটি মূলত পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো ন্যাটোভুক্ত দেশের মধ্যে অবস্থিত একটি রাশিয়ান অঞ্চল।

বিল্ড আরও বলেছে, ডিসেম্বরের মধ্যে নিজেদের প্রোপাগান্ডা এবং আরও সহিংসতাকে ইন্ধন দিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে রাশিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর