প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে বিজিবি মাঠে নামবে। এরপর সেনাবাহিনীও মাঠে নামবে। তখন পরিবেশ আরো শান্ত হয়ে যাবে। নির্বাচনকে আরো নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী।
এর সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র আছে। সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রর তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।
নির্বাচন এলে একটা উত্তেজনা, আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় উল্লেখ করে তিনি আরো বলেন, যার যার প্রার্থীকে জয়ী করতেই হবে, এরকম একটা ভাব চলে আসে প্রার্থী ও সমর্থকদের। সেই সময় বাগবিতণ্ডা ও একটা কিছু হয়।
এখন পর্যন্ত সবকিছু নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনীর। ভবিষ্যতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব। দু-একটি ঘটনা যে ঘটে গেছে, জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
মন্তব্য করুন: