প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮
১৯৮৯ সালের ২১ ডিসেম্বর জন্ম ‘বাহুবলী’ অভিনেত্রী তামান্না ভাটিয়ারইনস্টাগ্রাম
২৯ বছর বয়সী এই তারকা ২০০৫ সালে ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন
মুম্বাইয়ে জন্ম নেওয়া তামান্না স্কুলজীবন শেষ করেন ম্যাকেঞ্জি কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুলে। বাবা হীরা ব্যবসায়ী
তামান্না ভাটিয়ার ডাকনাম ‘তাম্মু’। গায়ের রঙের কারণে বন্ধুরা ডাকেন ‘মিল্ক বিউটি’ নামে
তামান্না ভাটিয়াকে ২০০৫ সালে প্রথম মডেল হিসেবে দেখা যায় প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের মিউজিক ভিডিও ‘লাফজো মে ক্যাহনা সাকু’তে
বলিউড, তেলেগু, তামিল অভিনেত্রী তামান্না মুম্বাইয়ের পৃথিবী থিয়েটারে এক বছর কাজ করেন
ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেট তারকা আবদুল রাজ্জাকের প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল
২০১৫ সালে তামান্না তাঁর জুয়েলারি ব্র্যান্ড উইটেনগোল্ড প্রকাশ করেন
তামান্না যুক্তরাষ্ট্রের ডালাসের কেইসেই বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি পান
‘কাল্লোরি’, ‘হ্যাপি ডে’জ’, ‘কান্দেন কাদালাই’, ‘হিম্মতওয়ালা’, ‘বেঙ্গল টাইগার’সহ অনেক ছবিতে অভিনয় করলেও ‘বাহুবলী’র কারণে পান দুনিয়াজোড়া খ্যাতি
ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেন তিনি। পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতেন না; অন্তরঙ্গ দৃশ্য আছে, এমন সিনেমা করতেও আপত্তি ছিল
তবে সেই তামান্না এ বছর আবেদনময়ী অবতারে হাজির হয়ে রীতিমতো আলোচনায়।অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘জি করদা’তে তামান্না ভাটিয়াকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়, এমনকি একটি দৃশ্যে তাঁকে ‘টপলেস’ হতেও দেখা গেছে
চেনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে গেছেন তাঁর ভক্তরা।অনেকেই সিরিজে তামান্নার খোলামেলা দৃশ্যে অভিনয়ের বিষয়টি ভালোভাবে নিয়েছেন, কেউ আবার ইউটিউবে মুক্তি পাওয়া ট্রেলারের নিচে মন্তব্য করেছেন, তেলেগু সিনেমার ‘পাশের বাড়ির মেয়ে’ তামান্নাকেই তাঁদের পছন্দ
পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন তামান্না। জানান, ১৮ বছরের নিয়ম ভেঙে তিনি পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এত বছরের ক্যারিয়ারে কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি হচ্ছি সেই দর্শক, যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে গুটিয়ে যাই। মনে হয়, এ ধরনের দৃশ্য আমি কখনো করব না। এত দিন এই সিদ্ধান্তেই স্থির ছিলাম—পর্দায় কোনো চুম্বনদৃশ্যে অভিনয় করব না।
নিজের এই ১৮ বছরের ফিল্মি ভ্রমণ নিয়ে তামান্না বলেছেন, ‘এই ১৮ বছর এককথায় দুর্দান্ত। আর এ ভ্রমণে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। গত কয়েক বছরে নিজেকে ক্রমাগত উন্নত করেছি। অভিনেত্রী হিসেবে আরও সমৃদ্ধ হয়েছি।’
চলতি বছরটা দারুণ কাটালেন তামান্না ভাটিয়া। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে তাঁর বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রশংসিত হয়েছে
২০২৩ সালটা হিন্দি সিনেমায় নিজের জায়গা খুঁজে পেয়েছেন তামান্না। কারণ, ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় সাফল্য পেলেও হিন্দিতে পাচ্ছিলেন না
ফিল্মফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারে তামান্না বলেছেন, ‘আমি যেসব হিন্দি ছবিতে কাজ করেছি, সে ছবিগুলো চলেনি। আমি কখনোই এটাকে নিজের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখি না। কারণ, একটা ছবি নির্মাণের পেছনে একাধিক মানুষ যুক্ত থাকেন। তাই আমি সফল্য বা ব্যর্থতা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখি।’
চলতি বছর একের পর এক প্রকল্প ব্লকবাস্টার হয়েছে। তবে সাফল্য নিয়ে ভাবতে চান না অভিনেত্রী। তামান্না বলেন, ‘আমি কখনোই একে আমার ব্যক্তিগত সাফল্য বলে ধরি না। আমার কাজ হলো ক্যামেরার মুখোমুখি হওয়া আর নানা চরিত্রে নিজেকে যথাযথভাবে মেলে ধরা। আমি এসেছিলাম অভিনেতা হতে, ঘটনাচক্রে এখন তারকা হয়েছি। জানি না মানুষের এত ভালোবাসা ও প্রশংসার প্রতিদানে আমি কী দিতে পারি। তবে এসব আমাকে দর্শকের প্রতি আরও দায়িত্বশীল করে তুলেছে।’
তামান্না ভাটিয়ার কাছে সৌন্দর্য মানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভেতরের শক্তি আর অনন্যতাকে উদ্যাপন করা
মন্তব্য করুন: