প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩
আইপিএলে এবার দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ কোটি ভিত্তিমূল্য তাঁকে দলে নিয়েছে আইপিএল ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস আইপিএলে মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ২৮ বছর বয়সী পেসার।
২০১৬ ও ২০২১ আসর বাদ দিলে কোনো মৌসুমেই ৮টির বেশি ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজ। দলের কম্বিনেশনের কারণে বেঞ্চ গরম করতে হয়েছে। আইপিএলের সবশেষ মৌসুমেও দিল্লির হয়ে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। এবার মোস্তাফিজের ম্যাচ খেলার সম্ভাবনা কেমন? চেন্নাইয়ে মোস্তাফিজের সতীর্থই–বা কারা?
চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন। বিদেশি ক্রিকেটার ৮ জন। গতকাল নিলাম থেকে তারা কিনেছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারেল মিচেল, সামির রিজভি ও মোস্তাফিজুর রহমানকে।
এর মধ্যে মিচেলকে কিনতেই ১৪ কোটি রুপি খরচ করেছে চেন্নাই। ২০ বছর বয়সী সামির রিজভিকে পেতে খরচ করেছে ৮ কোটি ৪ লাখ। শার্দূলকে তারা নিয়েছে ৪ কোটি রুপিতে। রবীন্দ্রকে ১ কোটি ৮ লাখ রুপিতে আর মোস্তাফিজকে ২ কোটি রুপিতে কিনেছে।
নিলামের আগে থেকেই চেন্নাইয়ের স্কোয়াড মোটামুটি প্রস্তুতই ছিল। গতকাল নিলামে মূলত আরও কয়েকটি বিকল্প বাড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
চেন্নাই স্কোয়াড
ওপেনার: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র
মিডল অর্ডার: অজিঙ্কা রাহানে, সামির রিজভি, মাহেন্দ্র সিং ধোনি, শাইক রাশিদ, আরাভেল্লি আভানিশ
অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজা, ড্যারেল মিচেল, মঈন আলী, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল
পেসার: দীপক চাহার, শামিল ঠাকুর, সিমারজিত সিং, তুষার দেশপান্ডে, মাতিশা পাতিরানা, মুকেশ চৌধুরী, রাজাভর্ধন হ্যাঙ্গারকার, মোস্তাফিজুর রহমান
স্পিনার: মহীশ তিকশানা, মিচেল স্যান্টনার, প্রশান্ত সোলাঙ্কি
চেন্নাই দলে বিদেশি হিসেবে গত মৌসুমে বেশির ভাগ ম্যাচ খেলেছেন কনওয়ে, পাতিরানা, মঈন , তিকশানা, স্যান্টনার। চেন্নাই একাদশে খুব বেশি পরিবর্তনে বিশ্বাসী নয়। তারা ক্রিকেটারদের বেশি সুযোগ দিয়ে থাকে। এবার মাহেন্দ্র সিং ধোনির হাতে বিকল্প বেড়েছে কিছু। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে এসেছেন মিচেল।
চেন্নাইয়ে এরই মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন লঙ্কান পেসার পাতিরানা। গত মৌসুমে শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। তাই বিদেশি পেসার হিসেবে পাতিরানাই প্রথম পছন্দ। সঙ্গে দলে আছেন চাহার, তুষার দেশপান্ডের মতো পেসার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দূল। সে হিসেবে মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা বেশ কমই, তবে পাতিরানা বেশ চোটপ্রবণ। তাই তাঁকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। আর তখনই একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের।
সব মিলিয়ে মোস্তাফিজ আইপিএলে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে আইপিএলের অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল মোস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।
এরপর আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও প্রথম আসরের মতো আর পারফর্ম করতে পারেননি। এবার মাস্টারমাইন্ড ধোনির দলে কি পুরোনো মোস্তাফিজকে দেখা যাবে? নাকি থাকবেন ব্যাকআপ পেসার হিসেবেই?
মন্তব্য করুন: