প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৩
পদত্যাগ করা তিন ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে দুজন দায়িত্বে ফিরলে অপর দুজন ফেরেননি। সাম্প্রতিক সময়ে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডির পদত্যাগের ঘটনা ঘটে সেগুলো হলো ব্যাংক এশিয়া, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক, পদ্মা ব্যাংক ও আভিভা ফাইন্যান্স। এর মধ্যে পদ্মা ব্যাংক ও এসবিএসি ব্যাংকের এমডি দায়িত্বে ফিরলেও ব্যাংক এশিয়া এবং আভিভা ফাইন্যান্সের পদত্যাগ করা এমডিরা ফেরেননি। তাই এ দুই প্রতিষ্ঠানে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
২৬ জুলাই পদত্যাগ করেন ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। আর সেপ্টেম্বরে সরে দাঁড়ান পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান। একই মাসে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ব্যাংকের এমডি হাবিবুর রহমানও পদত্যাগপত্র জমা দেন। এ তিন ব্যাংকের বাইরে পদত্যাগ করেন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সের এমডি আবদুল জব্বার। মূলত পর্ষদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এ তিন এমডি পদত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এর ফলে এ খাতে নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি হয়।
অস্থিরতা ঠেকাতে পদত্যাগ করা এমডি ও কোনো কোনো ক্ষেত্রে চেয়ারম্যানকে ডেকে আলাদা আলাদা সভা করেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এসব সভায় পদত্যাগ করা এমডিদের দায়িত্বে ফেরার তাগিদ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কোনো ধরনের হস্তক্ষেপ করলে বাংলাদেশ ব্যাংক সুরক্ষা দেবে বলেও এমডিদের আশ্বস্ত করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এ প্রক্রিয়া শুরুর আগেই দায়িত্বে ফেরেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান।
পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান গত ১৯ নভেম্বর দায়িত্বে ফেরেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদ আমার পদত্যাগপত্র গ্রহণ না করে দীর্ঘদিনের ছুটি অনুমোদন করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ ও পর্ষদের আহ্বানে আড়াই মাস ছুটির পর আবার কাজে যোগদান করেছি।’
এদিকে ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পদত্যাগ যথাযথ না হওয়ায় তাঁকে কাজে যোগদান করতে বলা হয়। তবে তিনি যোগদান করতে পারেননি। পরে আবার প্রক্রিয়া মেনে পদত্যাগ করলে তা পর্ষদের সভায় গ্রহণ করা হয়। এখন এ পদে মেঘনা ব্যাংকের এমডি সোহেল আর কে হুসাইনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় আছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের চেষ্টার পরও আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সের এমডি দায়িত্বে ফেরেননি। এর বাইরে এনসিসি ব্যাংকের এমডি পদে মামদুদুর রশীদের মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। তবে চলতি মাসের শুরু থেকে মেয়াদের শেষ দিন পর্যন্ত তিনি ছুটিতে চলে গেছেন।
মন্তব্য করুন: