প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৪২
জামালপুর সদর উপজেলায় গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয় দেওয়ায় এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার রাতে উপজেলার রশিদপুর ইউনিয়নের মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তরুণের নাম আনিছুর রহমান (১৯)। তিনি ইসলামপুর উপজেলার দক্ষিণ দড়িয়াবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকার বাসিন্দারা বলেন, আনিছুর রহমান উপজেলার মিরিকপুর এলাকায় গিয়ে জাতীয় গোয়েন্দার সংস্থার (এনএসআই) ‘ফিল্ড অফিসার’ পরিচয় দেন। সেখানকার একটি সেতুতে নিয়মিত ছিনতাই হয় দাবি করে তিনি এলাকার মানুষের কাছ থেকে নানা তথ্য সংগ্রহের চেষ্টা করেন। তবে তাঁর কর্মকাণ্ডে সন্দেহ হলে এলাকার মানুষ পাল্টা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তিনি এলোমেলো কথাবার্তা বলতে শুরু করলে এলাকাবাসী তাঁকে ধাওয়া দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাওয়া খেয়ে আনিছুর স্থানীয় শাহজাহান আলীর বাড়িতে ঢুকে পড়েন। সেখানে লোকজন তাঁকে ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যরা এসে নিশ্চিত করেন আনিছুর মিথ্যা পরিচয় দিয়েছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবির বলেন, এনএসআইয়ের ভুয়া পরিচয় দানকারী ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন: