বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আদালতে কামরুল-দীপু মনি-পলকদের ওপর ডিম নিক্ষেপ
  • বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী
  • প্লাস্টিক দূষণে বছরে ১ লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু
  • ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন
  • সৌদিতে মেয়াদোত্তীর্ণ ভিসার জন্য ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, ৬ মাসের জেল
  • ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল আটক
  • ফের গাজাবাসীকে সমর্থন, যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি
  • চরম দরিদ্র ও গরিবের শ্রেণিবিভাজন
  • বিশ্ব ধরিত্রী দিবস আজ
  • ভারতীয় নারীদের মার্শাল আর্টে ফিরিয়ে আনছেন ‘মীনাক্ষী আম্মা’

বিয়ে নিয়ে কি ভাবছেন বাঁধন, কেমন ছেলে পছন্দ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯

পেশাগত ব্যস্ততার বাইরে পরিবার ও নিজেকে বেশি সময় দেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা’ সিনেমার সাফল্যের পর থিতু হয়ে জীবনকে নিজের মতো করেই দেখতে পছন্দ করেন তিনি। বলা যায়, ক্যারিয়ারে সুসময় পার করছেন তিনি। তাঁর কাজগুলো নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও ক্যারিয়ারের বাইরে বিভিন্ন সময় ব্যক্তিগত নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় এই তারকাকে। তার মধ্যে একটি প্রশ্ন থাকেই, বিয়ে নিয়ে ভাবনা। আসলে বিয়ে নিয়ে কি ভাবেন এই অভিনেত্রী?



বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি না, এমন প্রশ্নে বাঁধনের সরাসরি উত্তর, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনো না।’


বাঁধন থাকেন মা-বাবার সঙ্গে। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না। কেউ তাঁকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। এ ক্ষেত্রে তাঁর পুরো স্বাধীনতা রয়েছে। বাঁধন বলেন, ‘আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনো দিনই কিছু বলেন না। তাঁরা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’


বর্তমানে এই অভিনেত্রী ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এটি পরিচালনা করছেন সানী সানোয়ার। ১৮ ডিসেম্বর থেকে সিনেমাটির ময়মনসিংহে দ্বিতীয় ধাপের শুটিং চলছে। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, পূজা এগনেজ ক্রুজ, শরীফ সিরাজ, মাজনুন মিজান প্রমুখ। সম্প্রতি তিনি বলিউডের ‘খুফিয়া’ ওয়েব ফিল্মে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর