প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৬
একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই ঘটনার সাক্ষী হয়েছে বলিউড। তবে এবারের গল্পটা যেন একটু ব্যতিক্রম! একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে রীতিমতো টালটামাল ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অপরদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
আর দুজনেরই আসন্ন সিনেমা দুটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে হাইপ সৃষ্টি করা সিনেমা। প্রশান্ত নীলের সঙ্গে প্রভাসের ‘সালার’ এবং রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের ‘ডানকি’। দুটি সিনেমাই এর আগে মুক্তি পিছিয়েছে। তবে শেষ পর্যন্ত একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে এই বিগ বাজেটের দুই সিনেমা।
তবে বক্স অফিসে লড়াইয়ের আগে অগ্রিম টিকিট বিক্রির লড়াই শুরু হয়ে গেছে সালার ও ডানকির। ইতোমধ্যে দুটি সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, প্রথমদিনের জন্য হিন্দিতে ২,৮৩৬টি শো-এর জন্য ডানকি ৩৩,৭৭০টি টিকিট বিক্রি করেছে। ইতোমধ্যে অগ্রিম বিক্রি থেকে ১.২৪ কোটি আয় করেছে ডানকি।
বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল টুইট বার্তায় জানিয়েছেন, ‘ডানকির অগ্রিম টিকিট বিক্রি অসাধারণভাবে শুরু হয়েছে। ফিল্ম জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে ১০ হাজারের বেশি টিকেট বিক্রি করেছে সিনেমাটি। নন-ন্যাশনাল চেইনও ভালো বিক্রি দেখাচ্ছে। যদি এই গতি অব্যাহত থাকে তবে ডানকি চূড়ান্ত অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ২০২৩ সালের শীর্ষ চলচ্চিত্রগুলিকে চ্যালেঞ্জ করবে। আগামী তিন দিনের মধ্যে পরিষ্কার বোঝা যাবে প্রতিযোগিতা।
’
এদিকে ডানকির সঙ্গে মুক্তি পেতে যাওয়া সালার-এর অগ্রিম বুকিংও শুরু হয়েছে। ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ যখন ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, ডানকি একদিন আগে ২১ ডিসেম্বর মুক্তি পাবে। ইতোমধ্যে প্রথম দিনের অগ্রিম বিক্রিতে দেড় কোটি মুল্যের টিকিট বিক্রি করেছে। এর মধ্যে তেলেগুতে ৮০.৩০ লাখ, মালয়ালামে ২১.০৩ লাখ, তামিলে ১.৭৬ লাখ এবং কন্নড় ভাষায় ১৯০০ রুপির টিকিট বিক্রি করেছে। হিন্দিতে, সালার ৬৭টি শো-এর জন্য ৯৭২টি টিকিট বিক্রি কেরেছে যার মুল্য প্রায় ২.০৬ লাখ। ৮৬৭টি শো’সহ সিনেমাটির এখন পর্যন্ত মোট টিকিট বিক্রি হয়েছে ৫১,২৮০টি। অগ্রিম বিক্রিতে এখন পর্যন্ত সিনেমাটির আয় ১.৫২ কোটি।
‘সালার : পার্ট ১- সিজফায়ার’-এ অভিনয় করেছেন প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান ও জগপতি বাবুর মতো অভিনেতা। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত নীল। অপরদিকে রাজকুমার হিরানির ডানকিতে অভিনয় করেছেন শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানির মতো অভিনেতা। বড়দিনের ছুটিতে মুক্তি পাচ্ছে উভয় চলচ্চিত্র।
মন্তব্য করুন: