প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০১
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে সারা দেশে দুই শতাধিক আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে জাকের পার্টি। ১০টির কম আসনে প্রার্থী রেখে বাকি আসনগুলো থেকে দলটি প্রার্থী সরিয়ে নিচ্ছে। দলের মহাসচিব শামীম হায়দার জানিয়েছেন, নির্বাচনে তাঁরা থাকছেন।
জাকের পার্টি এবার ২১৮টি আসনে প্রার্থী দিয়েছিল। তারা কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করছে। নিজেদের প্রতীক গোলাপ ফুল নিয়েই তারা নির্বাচন করবে।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। কিছু আসনে যাতে পুরো মনোনিবেশ করা যায়, সে জন্য ২০০-এর বেশি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ১০টির কম, ৭ থেকে ৮টি আসনে তাঁদের প্রার্থী থাকবেন, যেখানে তাঁরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
জাকের পার্টির মহাসচিব জানান, প্রার্থীরা নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করছেন। দুপুরের পর তাঁরা সঠিকভাবে বলতে পারবেন, কোন কোন আসনে তাঁদের প্রার্থী থাকছেন।
মন্তব্য করুন: