প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।
জিডি সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।
খুদে বার্তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে তাকে বলা হয়েছে। যদি তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তাঁর পরিবার ও স্বজনর প্রাণনাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পরদিন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নান তাঁর পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘জি এম কাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মন্তব্য করুন: