সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

৯৯% দর্শক মনে করেন সেটি ভাবির চরিত্র, আসলে কি তা–ই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩, ১৬:১০

ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’–এ রুনা খান অভিনীত চরিত্র নিয়ে দর্শকেরা তাঁকে প্রায়ই ভুল বোঝেন। এমনটাই ধারণা নাটকের ‘সালমা ভাবি’ চরিত্রের এই অভিনেত্রীর। বছর তিনেক আগে এনটিভিতে প্রচারিত এ নাটকে রুনা খান সালমা ভাবি চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে রুনাকে প্রায়ই সালমা ভাবি ডাক শুনতে হয়। কিন্তু এই অভিনেত্রী চরিত্রটিকে ভাবি হিসেবে কখনোই দেখেন না। তাই নিজেই প্রশ্ন করলেন, ‘৯৯ শতাংশ দর্শকই মনে করেন সেটি ভাবির চরিত্র, আসলে কি তা–ই?’



নির্দিষ্ট একটি নাটক বা সিনেমার শুটিংয়ের সময়ে সেটির কাজ ছাড়া অন্য কোনো কাজ হাতে রাখেন না রুনা খান। চেষ্টা করেন এ সময়টায় ওই নির্দিষ্ট নাটক বা চলচ্চিত্রের চরিত্রটিতে ডুবে থাকতে। রুনা জানালেন, কোনো চরিত্র ভালো না লাগলে জোর করে নাটক বা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন না। তেমনই একটি পছন্দের চরিত্র ছিল সালমা ভাবি। রুনা বলেন, ‘একটি পরিবারে যখন সব দায়িত্ব থাকে ভাবির ওপর, তখন চরিত্রটিকে শুধু ভাবির চরিত্র বলতে চাই না। এই চরিত্রের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের বিষয়টি ফুটে ওঠে। এই পরিবারের কী হচ্ছে, কী হবে, সিদ্ধান্ত এই চরিত্রের হাতে। এর মধ্য দিয়ে বার্তাও দেওয়া হয়েছে। চরিত্রটি সবার কথা বলার কারণেই দর্শকের পছন্দ হয়ে উঠেছে। এটাকে আমি শুধু ভাবির চরিত্র বলব না। এটা যেমন গল্পের কেন্দ্রীয় চরিত্র, তেমনি এই চরিত্রের গভীরতাও অনেক বেশি।’



দর্শকেরা পছন্দ করবেন এমন চরিত্রগুলোতে বুঝেশুনে নাম লেখাতে চান রুনা খান। শুধু তা–ই নয়, বছরের মাঝামাঝি তিনি শরীরের ওজন কমিয়েও আলোচনায় এসেছিলেন। এখন আরও বাছবিচার করে অভিনয় করতে চান। ওজন কমানোর পরে কী ধরনের চরিত্রে অভিনয়ের জন্য সবার কাছ থেকে প্রস্তাব পাচ্ছেন জানতে চাইলে রুনা বলেন, ‘অনেক ধরনের চরিত্রের জন্য তো ডাকে। তবে আমার পছন্দ হলে যেকোনো ধরনের চরিত্রে অভিনয় করব। তরুণী, বৃদ্ধা যেকোনো চরিত্রেই আমি কাজ করতে চাই। যেখানে অভিনয়ের সুযোগ আছে, সেখানেই অভিনয় করতে চাই।’


সম্প্রতি রুনা খান শুটিং শেষ করেছেন সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘দাফন’ সিনেমার। সিনেমায় তাঁর চরিত্রের নাম কুলসুম। গ্রামের একটি মেয়ের বেড়ে ওঠা, বিয়ে, সংসার ও টানাপোড়েনের গল্প নিয়েই সিনেমাটি। সিনেমার পরিচালক কৌশিক শংকর দাস। রুনা খান জানান, সিনেমাটির কুলসুম চরিত্র তাঁর খুবই পছন্দের। নারীপ্রধান চরিত্রগুলো তাঁকে সব সময়ই টানে। গত বছর সিনেমার বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ করেছেন। জানালেন, খুব শিগগিরই আরও দুই দিনের শুটিংয়ে অংশ নেবেন। সিনেমায় তাঁর সহ-অভিনয়শিল্পী ছিলেন সাইফ খান ও প্রিয়ন্তী উর্বী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর