সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

‘ভাই আমাকে মারেন, যা খুশি করেন, গাড়িতে আগুন দিয়েন না’

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চালবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বুধবার (৬ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের আমতলী থেকে মহুগা বাজারের মধ্যবর্তী নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশসহ কিছু চালের বস্তা পুড়ে গেছে।

ট্রাকচালক ইসমাইল হোসেন (৩৪) জানান, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে রাত পৌনে ১০টার দিকে রংপুরের উদ্দেশে গাড়ি ছাড়েন তিনি। ১১টার দিকে আমতলী বাজার ও মহুগা বাজারের মাঝখানে পৌঁছালে হঠাৎ সামনে থেকে পাঁচ–ছয়টি মোটরসাইকেল তাঁর পথরোধ করে। দুর্বৃত্তরা আটজনের মতো ছিল। মোটরসাইকেল থেকে নেমে তারা ইসমাইলকে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামায়। তিনি বলেন, ‘দুজন গাড়িতে আগুন দিচ্ছিল। তাঁদের পা ধরে কেঁদেছি। বলেছি, “ভাই, আমাকে মারেন, যা খুশি করেন, গাড়িতে আগুন দিয়েন না।” কথা শোনেনি। পেট্রল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় ওরা।’


এ ঘটনার প্রত্যক্ষদর্শী বীরগঞ্জ বাজারের একটি জুতার দোকানের মালিক রাজা মিয়া বলেন, দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। তাঁর সামনেই এ ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে ফোন করেন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়ির সামনের অংশ ও কিছু চালের বস্তা পুড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। অপরাধী শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

গত ১১ দিনে দিনাজপুরের বিভিন্ন স্থানে চারটি ট্রাক ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটি ঘটনাই কাহারোল-বীরগঞ্জ এলাকায় ঘটেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর