সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

তাইজুলের প্রশংসায় যা বললেন পাপন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫

বাংলাদেশ দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আর এ জয়ের অন্যতম নায়ক স্পিনার তাইজুল ইসলাম। যিনি একাই ১০ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছিলেন। দেশসেরা টেস্ট স্পিনার নিজের পারফরম্যান্স দিয়ে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

 

সিলেট টেস্টে তাইজুলের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকে নিয়ে প্রশংসা ঝরেছে বিসিবি বসের কণ্ঠে। তিনি জানান, সামনে বেশ কিছু টেস্ট সিরিজ থাকায় তাইজুলের নাম অনেক শোনা যাবে বলে ।

সোমবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে টাইগার স্পিনারের প্রশংসা করে পাপন বলেন, ‘টেস্ট ম্যাচে তাইজুল সব সময় পারফর্ম করে আসছে। ওর নাম কম আসে। কারণ আমরা টেস্ট তো এতদিন খেলেছিও কম। এখন তো আমাদের টেস্ট প্রচুর। এখন দেখবেন তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে। কারণ এখন আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে। এ টেস্টেও সে দারুণ বল করেছে।’

সিলেট টেস্টে জয়ের জন্য শুধু তাইজুল নয়, বাকি বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন পাপন। স্পিনার নাঈম হাসান কিংবা শরিফুল ইসলাম গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের কাজটা করেছেন বলে জানান তিনি।

পাপন বলেন, ‘শুধু তাইজুল না, নাঈমও ভালো বল করেছে। এমনকি শরিফুলও ভালো বল করেছে। যখন যে ব্রেকথ্রুটা দরকার ছিল, সে কিন্তু সময় মতো এনে দিয়েছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার টেস্ট জয়ে বড় অবদান আছে ব্যাটারদেরও। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রান, দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ভালো পুঁজি পেয়েছিল বলেই বোলাররা লড়াই করার শক্তি পেয়েছিল। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার পর টাইগার ব্যাটারদের এমন পারফরম্যান্সে কিছুটা স্বস্তি পাচ্ছেন পাপন।

তিনি বলেন, ‘ আমাদের সমস্যা ছিল ব্যাটিংয়ে। বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটাই ছিল ব্যাটিং। আমরা রান করতে পারছিলাম না। বিশেষ করে আপনি যদি গত বিশ্বকাপটা দেখেন, যেকোনো দলের প্রথম তিন জন পঞ্চাশ শতাংশ রান করে দিচ্ছে। বেশিরভাগ রান প্রথম তিন জন করছে। আর আমাদের প্রথম পাঁচ জনই রান করতে পারছিল না। তাই আমরা স্কোর করতে পারিনি। এ টেস্টে দেখা গেছে, শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষেও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে এবং স্বাচ্ছন্দ্যে খেলেছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর